(প্রিয় টেক) দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন আজ মঙ্গলবার সকালে বাণিজ্যিকভাবে ৩.৯জি সেবা চালু করেছে। এ ক্ষেত্রে রাজধানীর মধ্যে আপাতত বসুন্ধরা ও বারিধারা এলাকায় সেবাটি প্রদান করা হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত চার বেসরকারি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনই প্রথম বাণিজ্যিকভাবে থ্রিজিসেবা চালু করল। গ্রামীণফোন জানায়, পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও শিগগিরই সেবাটি বিস্তৃত হবে। গ্রামীণফোনের কর্মকর্তারা জানিয়েছেন, লাইসেন্স ৩জির হলেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁরা এ সেবা ৩.৯ জিতে উন্নীত করতে পারবেন। সর্বোচ্চ এ সেবা পেতে হলে গ্রাহকের অবশ্য এইচএসপিএ প্লাস সহায়ক হ্যান্ডসেট থাকতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।