আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা
প্রায় একই রকম দেখতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত পুরনো ব্লগারদের নিকের ন্যায় বেশ কিছুনয়া নিক দেখা যাচ্ছে। যদিও এরকম নিক নিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে তবুও বলব এ কাজটি যারা করে তারা নিশ্চয়ইঃ
1। বেকার
2। হিংসাপরায়ণ
3। সময়ের মূল্য বুঝে না
4।
অন্যকে বিভ্রান্ত করাই তার লক্ষ্য
5। সৃজনশীল লেখালেখির অযোগ্য
নেটের সাধারণ নিয়ম অনুয়ায়ী মডারেটর কতর্ৃক এদের নিক বা এ্যাকাউন্ট পরিবর্তন করাও দুসাধ্য, ক্ষেত্র বিশেষ অন্যায় (এ কথায় অতি বুদ্ধিমানরা আমার উপর চটে যেতে পারেন কিন্তুদয়া করে বুঝার চেষ্টা করূন)। এই মুহূর্তে মেম্বার কম আছে বলে হয়তো কিছুটা কন্ট্রোল করা যাচ্ছে। কিন্তুএক সময় মেম্বার বেশী হয়ে গেলে তা কন্ট্রোল করা মুশকিল। মডারেটর কতর্ৃক অনেক ক্ষেত্রে পরিবর্তন করাও অন্যায় হবে।
যেমন কেউ "হ্যাপী" নিক ধারণ করল অন্য কেউ "হ্যাপি" নিক পছন্দ করতেই পারে। ব্যবহারেই নিজের পরিচয়। যেমন ইয়াহুতে কেউ habibmohazan নিল অন্য কেউ habibmahazan নিতেই পারে (এই ব্লগে এরকম ইউজারনেম নিতে দেখা যাচ্ছে)। এখন habibmohazan পক্ষে ইয়াহুকে কয়েক কোটি ডলার অফার করলেও ইয়াহু কর্তপক্ষ টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি রক্ষার্থে habibmahazan বিরূদ্ধে কোন ব্যবস্থাই নিবে না। আর টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি ফলো করে বলেই ইয়াহুর গ্রহন যোগ্যতা বিশ্বব্যাপী স্বীকৃত।
সামহোয়্যার এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে অতি বুদ্ধিমান পাবলিকের অনুরোধে কারো তথাকথিত মিথ্যাবাদী ও ভন্ড "তথ্যানুসন্ধান" এ্যাকাউন্ট মুছে দিয়ে। তৈল মর্দনে অবিশ্বাসী আমি কখনো কোথাও সমাহোয়্যারইন ব্লগ নিয়ে কিছু লিখলে বা বললে এই রকম কলঙ্কিত উদাহরণ উল্লেখ করবোই। সে যাই হোক এখন প্রশ্ন উদ্ভুত পরিস্থীতির সমাধান কি? মানে পুরনো নিকের ন্যায় নয়া নিক খোলার।
সমাধান খুব একটা দেখছি না। আমাদের সচেতনতাই পারে আসল নকল চেনার উপায়।
অথর্াৎ সাধু সাবধান। এরপরও বলবঃ
1। ব্লগ কর্তৃপক্ষ প্রোফাইলে ইয়াহু, গুগলের ন্যায় জয়েনিং ডেট দেখানোর ব্যবস্থাকরতে পারে
2। ব্লগ কর্তৃপক্ষ একই টাইটেল যাতে কেউ ব্যবহার করতে না পারে তার ব্যবস্থা করতে পারে
3। নকলের স্বীকার ভুক্তভোগীরা নকল নিককে নিয় বেশী মাতামাতি না করে নিরবতা পালন করূন ।
এক সময় নকলকারীরা বাজার না পেয়ে বিরক্ত হয়ে এখাই নিস্তেজ হয়ে যাবে। [link|http://www.somewhereinblog.net/jhorohowa/post/16401|Av
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।