আমাদের কথা খুঁজে নিন

   

আসুন যৌক্তিক ইসু্যভিত্তিক আন্দোলন করি

ইসু্যভিত্তিক আন্দোলন

ডাক বিভাগের আধুনিকায়নের আগে কাঁধে বস্তা আর হাতের লাঠির মাথায় হারিকেন নিয়ে চিঠি বিলি করা হতো। আমরা যাকে রানার হিসেবে জানি। এই রানার বাড়ির সামনে আসলেই মানুষের মনে হতো এই বুঝি সুখের বার্তা নিয়ে হাজির হলেন। তেমনি রাজশাহীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন। পথে পথে ঘুরে মানুষকে তাদের নিজের অধিকার আদায়ে জাগ্রত করে তুলছেন।

ঘরে বসে থেকে নয়, অধিকার আদায়ে রাজপথে আন্দোলন করতে হবে। একটি হ্যান্ড মাইক, মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন ও রাজশাহীর গ্যাস আন্দোলন একে অপরের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে পড়েছে। পথ থেকে পথে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের দাবিতে জাগ্রত করছেন রাজশাহীর মানুষকে। বৈষম্যের বেড়াজাল ভেদ করে আদায় করতে হবে গ্যাসের ভাগ। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত তিনি গ্যাসের দাবিতে আন্দোলনে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালান।

কাঁধে একটি ব্যাগ আর সাইকেল তার প্রতিদিনের সঙ্গী। যেখানেই দেখেন লোকের সমাগম, সেখানেই নেমে পড়েন মাহাতাব উদ্দিন। ব্যাগ থেকে হ্যান্ড মাইক বের করে শুরু করেন বক্তর্ৃতা। কেন রাজশাহীতে গ্যাস দেয়া হচ্ছে না। গ্যাস আসলে রাজশাহীর কী কী উপকার হবে-এমন নানা কথা বলে তিনি মানুষকে উৎসাহিত করেন গ্যাস আন্দোলনে যোগ দিতে ।

শুধু গ্যাস নয়। তার দীর্ঘ বক্তর্ৃতায় থাকে রাজশাহীবাসীর পাওয়া না পাওয়া অনেক কথা। শহরবাসীর মধ্যে গ্যাসের প্রচারণা চালাতে চালাতে মাহাতাব উদ্দিন এখন পরিচিতি পেয়েছেন গ্যাস মাহাতাব নামে। 'ভোটের আগে গ্যাস চাই, নইলে এবার ভোট নাই। ' এই শোগানকে সামনে রেখেই রাজশাহীতে পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে মাহাতাব উদ্দিনের ডাকে নগরীতে একাধিকবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।

মতাসীন স্থানীয় নেতারা রাজশাহীবাসীর সঙ্গে প্রতারণা করেছে। গ্যাস সরবরাহ করা হবে বলে প্রধানমন্ত্রীর 6 বার ঘোষনা দিয়ে সম্প্রতি অন্যের জমিতে গ্যাস সরবরাহ লাইনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিন্তু কাজের টেন্ডার আহবান না করে ভিত্তিপ্রস্তর স্থাপন করায় গ্যাসের প্রতিশ্রুতি আজ প্রহসনে পরিণত হয়েছে। তাই আন্দোলনের মাধ্যমে রাজশাহীবাসীর নায্য দাবি আদায়ের জন্য আসুন যৌক্তিক ইসু্যভিত্তিক আন্দোলন করি। একদিন যে আন্দোলন শুরু করেছিলেন মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন তাকে সমর্থন দিয়ে অনেক সংগঠন এখন গ্যাস আন্দোলনে জড়িয়ে পড়েছে।

সরকারের বৈষম্যের বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে হলে আন্দোলনের বিকল্প নাই। তাই শুধু রাজশাহীবাসীর দাবি পূরণে নয়, দেশের সব যৌক্তিক দাবি পূরণে আন্দোলন করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।