রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...
এই সাইটটির সদস্য হয়েছি, খুব বেশীদিন হয়নি। তবুও খুব অল্প সময়ের মধ্যেই অনেকের বেশ কিছু ভালো লিখা পেয়েছি, কিছু দুর্বল লিখাও ছিলো। এটা স্বাভাবিক যে সব লিখার আবেদন একরকম নয়। তবে কিছু কিছু ব্যাপার আমার কাছে খুব খারাপ লেগেছে। যেমন একটা ভালো কোন লিখা দেয়ার পর অনেকেই অনেক রকম অপ্রয়োজনীয় পোস্ট করেন, তাতে কেবল অপচয় আর সময় নষ্ট ছাড়া তেমন কিছু হয় বলে আমার মনে হয়না। কিছু কিছু তুচ্ছ ব্যাপার নিয়েও অনেকে অনেক কিছু পোস্ট করছেন, তাতে করে ভালো লিখাগুলো পেছনে পড়ে যাচ্ছে, তাতে অনেকেই সেই লিখাটা পড়তে ব্যর্থ হচ্ছেন।
ব্লগ ব্যাপারটি আমার কাছে কেবল লিখার ব্যাপার বলে মনে হয়না, বরং কিছু গঠনমূলক, ব্যক্তিগত অভিমত, চিন্তা-চেতনা, কোন নির্দিষ্ট বিষয়ে কারো ভাবনা যা মানুষকে কিছু জানতে সাহায্য করতে পারে এমন কিছু লিখাকে মনে করি। অযথা অনেক কিছু লিখে দয়া করে ভালো লিখাগুলোকে পেছনে ফেলে দেবেন না যেন।
এব্যাপারে সকল ব্লগার এবং সাইটটির সার্বিক তত্ত্বাবধানে থাকা সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।