আমাদের কথা খুঁজে নিন

   

দেশের নাম বাংলাদেশ: আহা, আমি সেই দেশের গর্বিত নাগরিক

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



পৃথিবীর মানচিত্রে একটি দেশ আছে। যে দেশে এখনও সন্তানরা বাবা মায়ের সাথে থাকে। আঠারো বছর বয়সের পর আলাদা হয়ে যায় না। বৃদ্ধ বয়সে সন্তানেরা মা বাবার দেখাশোনা করে, ওলড হোমে ফেলে আসে না। ষাট বছরের পর মা বাবাকে বার্গার কিংয়ে চাকরী খুঁজতে হয়না বেঁচে থাকার জন্য।

আহা, আমি গর্বিত, আমি সেই সোনার দেশের নাগরিক। একটি দেশ আছে যে দেশের মানুষেরা খেলা পাগল। বিশ্বকাপে অন্য দেশের পতাকা ওড়ায় ঠিকই কিন্তু বিজয় দিবসে একটা পতাকা দেখলে কিনতেও ভোলে না। ভাড়া বাড়ীতে থাকে তাই পতাকা ওড়াতে পারে না। তাই বলে পতাকা কেটে জাঙ্গিয়া বানায় না।

'আহ, আমি সেই দেশের গর্বিত নাগরিক' একটি দেশের মানুষ আছে যারা বাধ্য হয়ে বিদেশে পড়ে থাকে। কিন্তু নিজের দেশকে কখনও হৃদয় থেকে ভুলতে পারে না। তাই দেশের সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে চায়। বাংলায় নিজেদের দোকানের নাম লেখে, কেউ বুঝুক বা না বুঝুক। 'আহ, আমি সেই দেশের গর্বিত নাগরিক' দেশের মুক্তিযোদ্ধাদের কথা অনেকে ভুলে গেছে ঠিকই।

বিকৃত হয়েছে ইতিহাস। তারপরও যুদ্ধ করে যায় অনেক সহযোদ্ধা। কিছু মানুষের ভুলের মাশুল গুনতে হয় ঠিকই। কিন্তু যুদ্ধ চলছে দেখে হৃদয়ে মুক্তিযুদ্ধের দামামা বাজে আর আমি ভাবি 'আহ, আমি সেই দেশের গর্বিত নাগরিক'। একটি দেশ আছে যেখানে স্কুল ছাত্রদের খুনাখুনির মত বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে ঠিকই।

কিন্তু স্কুল ছাত্রদের মধ্যে গনহত্যার মত ঘটনা ঘটে না। স্কুল ছাত্ররা আজও আপামনিদের আপামনি হিসেবেই দেখে, শয্যাসঙ্গী হিসেবে বিছানাতে নিয়ে যায় না। আমি গর্বিত আমি সেই দেশের নাগরিক। একটি দেশ আছে যার নেতা নেত্রীরা দেশের স্বার্থে হাত পাততে হয়ত বাধ্য হন, কিন্তু বিশ্বের শান্তি নষ্টে প্রধান কারন হয়ে দাঁড়ান না। তাদের জন্য আমাদের লজ্জা পেতে হয় না এই ভেবে যে তারা অন্তঃত মানুষের ঘুম নষ্টের কারন হননি।

আমি গর্বিত আমি সেই দেশের নাগরিক। একটি দেশ আছে পাঁচবার দুর্নিতীতে চ্যাম্পিয়ান। তবু মানুষ গুলো স্বপ্ন দেখে, আশায় বুক বাঁধে। র্যাবের জন্ম হয়, নাশ হয় আগাছার। আমি গর্বিত আমি সেই দেশের নাগরিক।

একটি দেশ আছে যেখানে কিছু অশ্লীল ছবির পোস্টার দেখে আমাদের মা বোনদের লজ্জা পেতে হয় ঠিকই কিন্তু রাস্তা ঘাটে লাইভ বেলাল্লাপনা দেখতে হয়না। ছোটছোট কাপড় পড়া মেয়েদের দেখে সন্তানদের সামনে মাথা নোয়াতে হয়না বাবা মাকে। শুক্রবার রাতে রাস্তায় মাতাল ছেলে মেয়ের ভিড় থেকে দুচারটা কটুক্তিও শুনতে হয় না। আমি গর্বিত আমি সেই বাংলাদেশের নাগরিক। সেই দেশের মধ্যে নানা অসঙ্গতী আছে তা সত্ত্বেও সেই দেশের মানুষ স্বপ্ন দেখে।

একটা নতুন আশায় বুক বাঁধে - সব কিছু পেয়ে যাবার দেশ না হতে পারার বিফলতায় এখনও ভাল কিছু করার চেষ্টা করে যায়। সেই দেশের নাম বাংলাদেশ, আহ আমি গর্বিত, আমি সেইদেশের...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.