বিজয় মজুমদারের কবিতা থেকে
মালিকদের প্রতিবাদ সঙ্গীত
সুরকার: হক মশাই( রাগ ইমন সুরে গাইবে, একটু করুন রাগীনি)
শুরুর ঠাট:
আমরা হইলাম মালিক
তোগ মা বাপ
আমাগো লগে বেয়াদপি
যা ডাইনে চাপ
মুড়ি মাখার দাম বেশী
মুড়ি মাখা দিমু না
যা গিয়া কর কাম বেশী
মূলগান:
তোরা যারা একবেলা বেশী মুড়িমাখা খাইতে চাস
দোহাই তোদের মালিকের পানে একটু তাকাস
দেখ এখন বাইড়া গেছে মুড়িমাখার দাম
বাড়তি টাকা জোগাইতে মালিকের ছুটতাছে ঘাম
ভাইবা দেখ মালিক হওয়া আসলেই কত কষ্ট
ছয়টা গাড়ীর মধ্যে দুইটাই পইড়া হইতাছে নষ্ট
তারপরে আনর্্তজাতিক বাজারে পেট্রলের দাম গেছে বাইড়া
গয়না না কিইনা দিলে সামনের মাসে বউয়ে দিব ছাইড়া
মাইয়া আমার মারুতি ছেড়ে মার্সিডিজ চায়
কারন তার বান্ধবীরা সব লেক্সাস চালায়
পোলা আমার কইতাছে হাঙ্গার স্ট্রাইক করবো
ঢাকায় বাদ দিয়া সে স্টেটসে পড়বো
আমার কুকুর টমি মুড়ি মাখা খায়না
পেডিগ্রি খাবে এই তার বায়না
মুড়ির দাম বাড়তাছে তাতে কি
আমরা তো ভাতে খাই গরম গরম ঘি
তোরা হইলি শ্রমিক, আমাগো লগে করবি বাকবাকুম
আমাগো বেশী ক্ষেপাইলে কমু , গেলি না পুলিশ ডাকুম
বেশী বাড়াবাড়ি করলে
স্টেটস এ যামু গা, কারখানায় ঝুলামু তালা
তখন না খাইয়া থাকবি
বুঝবি কেমন জ্বালা
তোরা হইলি শুয়োরের পাল
গন্ডায় গন্ডায় জন্মাস
তালা ঝুলাইলে আলুও পাবি ন
তখন তোরা কচু খাস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।