ট্রান্সকমের জমি জালিয়াতি
এক-এগারোর পরপরই ভুয়া ব্যক্তিদের মালিক সাজিয়ে ৪০ কোটি টাকার প্লট সাড়ে ১৫ লাখ টাকায়!
তেজগাঁও শিল্প এলাকায় দুই বিঘা আয়তনের একটি শিল্পপ্লট মাত্র ১৫ লাখ ৬০ হাজার টাকায় হাতিয়ে নিয়েছে প্রথম আলো ও ডেইলি স্টারের মালিকানাধীন ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম। প্লটের ভারতীয় বংশোদ্ভূত মালিক স্বাধীনতার পর এ দেশে ফিরে না আসায় দীর্ঘদিন যাবৎ প্লটটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ভুয়া ব্যক্তিদের মালিক সাজিয়ে কাগজপত্র বানিয়ে শুধু হস্তান্তর ফি দিয়ে অমূল্য প্লটটির মালিক হয়ে গেছে ট্রান্সকম গ্রুপ। অথচ তেজগাঁও শিল্প এলাকায় এক কাঠা জমির বর্তমান বাজারমূল্য কমপক্ষে এক কোটি টাকা। এ হিসাবে ওই প্লটের দাম কোনো-ভাবেই ৪০ কোটি টাকার কম নয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ঘটনা ঘটে। কালের কণ্ঠের অনুসন্ধানে ট্রান্সকম গ্রুপের এই বিস্ময়কর জালিয়াতির তথ্য বেরিয়ে এসেছে।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।