বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
পুরুষের বুদ্ধি মহিলাদের থেকে বেশি। ব্রিটেন এবং কানাডার বেশ কিছু বিজ্ঞানী দীর্ঘ গবেষণার পর এ তথ্য প্রকাশ করেছেন। বিজ্ঞানীদের দাবি, গড়পড়তা হিসাবে পুরুষরা মহিলাদের চেয়ে অনেক বেশি চৌকস।মহিলাদের আইকিউ পুরুষদের তুলনায় তিন থেকে ছয় পয়েন্ট কম। শুধু রোজগার বা লেখাপড়াতেই নয়, জীবনের অভিজ্ঞতা সঞ্চয়, জটিল পরিস্টি্থতি মোকাবেলা, বিপদ এড়ানোসহ অনেক ক্ষেত্রেই পুরুষরা এগিয়ে রয়েছেন। ইন্টেলিজেন্স পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে দেখা যায়, জীবন আর জৈবিক নিয়মই পুরুষদের বুদব্দির প্রধান কারণ।এর আগে প্রকাশিত ম্যানচেসদ্বার বিশ্ববিদ্যালয়ের পল আরউইং এবং উলসদ্বার বিশ্ববিদ্যালয়ের রিচার্ড লিনের গবেষণাপত্রেও প্রায় একই দাবি করা হয়েছিল।
::সমকাল::
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।