আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্ট একটি বুদ্ধির খেলা...............

ভালো লাগে বই পড়তে

আসুন না, আমরা নিজেরা একটু বুদ্ধির খেলা খেলি। আর এই বুদ্ধির খেলাটার মাধ্যমে আপনি সাথে সাথে ২০১০ সালের যে কোন মাসের যে কোন তারিখ কি বার হতে পারে তা অনায়াসেই বলে দিতে পারবেন। আর এজন্য আপনাকে নিম্নোক্ত কৌশল অবলম্বন করতে হবে। প্রথমেই আপনাকে ভাল করে নিম্নোক্ত তথ্যগুলো মুখস্থ করতে হবে। মাসের মানঃ জানুয়ারী-২, ফেব্রুয়ারী-৫, মার্চ-৫, এপ্রিল-৮, মে-৩, জুন-৬, জুলাই-৮, আগষ্ট-৪, সেপ্টেম্বর-৭, অক্টোবর-২, নভেম্বর-৫, ডিসেম্বর-৭। বারের মানঃ শনি-৪, রবি-৫, সোম-৬, মঙ্গল-০, বুধ-১, বৃহস্পতি-২, শুক্র-৩। তারপর যে তারিখ সম্পর্কে বার জানার জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে সে তারিখের সাথে মাসের মান যোগ আর ঐ যোগফলকে ৭ দিয়ে ভাগ করে অবশিষ্ট যা থাকে তাই বারের মান হিসাবে বার নির্দিষ্ট হবে। আর তখনই সাথে সাথে বলে দিতে পারবেন প্রশ্নকর্তার বারের নাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.