বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
জানি না, ঘটনাটা এই তো কিছুদিন আগেরই, এইতো দুই কি তিন দিন হবে ।
বাসায় ফিরছি, যাওয়ার পথে পথের পাশে বেঞ্চে বসা, দুই থেকে তিন জন অস্ট্রিয়ান তরুণী, বয়স বেশি হবে না, 16 , 17 কিংবা 18 তে পা দিয়েছে মাত্র ।
কথোপথন তো চলছেই , মেয়েদের যা স্বভাব ।
তখন আমি এক মিটার দূরে আমি আছি, তাদের থেকে।
তখনই তাদের কি যেন, বলে উঠল, হিজবুল্লাহ । আর কত কিছু, এই সম্পর্কিত , আমি নাকি দেখতে এই রকম নাকি , তা অবশ্য তাদের মধ্যে কথা বলছিল আর সাথে সাথে হাসির বন্যা বয়ে গেল ।
মেয়েদের প্রায়ই দেখি , তারা হয়ত ঐখানেই থাকে ।
যা হোক ।
মুসলমান বলে কি, আমরা সবাই হিজবুল্লাহ হয়ে গেলাম ? আর মানুষের তাচ্ছিল্য এর পাত্র হয়ে গেলাম ?
আর সাথে দাড়ি থাকলে কি , সত্যি প্রমাণ পাওয়া যায় ।
আর যদিও তা হয়, তবে হিজবুল্লাহর ব্যাপরটাকে কেন সন্ত্রাসীর সাথে তুলনা করা হয়? যখন আমেরিকা নিজে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যায় , তখন মনে হয়,পৃথিবীর পুলিশ এর মত কাজ করে !
[link|http://www.somewhereinblog.net/rifat/post/7481| Avgvi c~e
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।