লোকালপ্রেস " সামাজিক ‘লজ্জা’ এবং ক্ষেত্রবিশেষে অভিযোগ নথিভুক্তিতে পুলিশের অসহযোগিতার কারণে প্রকৃত নির্যাতন ও ধর্ষণের পরিসংখ্যান না পাওয়া সত্ত্বেও সরকারি তথ্য অনুযায়ী ২০০১ থেকে ২০১২ সালের জুন পর্যন্ত বাংলাদেশে সর্বমোট এক লাখ ৭৪ হাজার ৬৯১ জন নারী ধর্ষণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়। অতি সম্প্রতি জাতীয় মহিলা আইনজীবী সমিতি প্রদত্ত তথ্যে জানা যায়, বিগত এক বছরে দেশে ৩১৭ জন নারী ও শিশু খুন হয়েছে, যাদের মধ্যে অনেকেই ধর্ষিত হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক নেতাদের হাতে ১০ জনসহ মোট ৩৯৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়। ৮৮ জন নারী ও কিশোরী যৌন হয়রানি ও ইভ টিজিংয়ের শিকার হয় এবং নির্যাতনের মাধ্যমে প্ররোচিত হয়ে আত্মহত্যা করেছে ৪৭ জন। এ পরিসংখ্যান আংশিক হওয়া সত্ত্বেও এ ধরনের অমানবিক অপরাধের গতিধারা ঊর্ধ্বমুখী, তাতে সন্দেহ নেই। " (দিল্লী থেকে টাংগাইল, কোথাও নিরাপিদ নয় নারী - সালমা খান, প্রথম আলো ৩ জানুয়ারি ২০১৩)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।