আমাদের কথা খুঁজে নিন

   

একলা একা

বন্ধুর খোঁজে

মাঝ রাতে ঘুম ভেংগে গেল অনিইচ্ছা সত্যেও রুমের বাহিরে এলাম, একটা সিগারেট ধরালাম, আমার সামনে দৃশ্যত থেকে অদৃশ্য হয়ে যাওয়া বিশাল সমূদ্র। যার গর্জন শুনে মনে হয় এখন সময়টা অশান্ত। আমার থেকে 100 গজ দুরেই হবে, সমূদ্র তার মনের সকল দুঃখ যেন এক এক করে ভাংগচ্ছে ঢেউয়ের মাধ্যমে আছড়ে আছড়ে । সমূদ্রেরও কান্না্ পায়, সমূদ্র কাঁদে । মাথার উপরে অসীম আকাশ, বিষাদ অন্ধকার, চাঁদ বা একটা তারা নেই আকাশে ।

আর্শ্চয্য হবার বিষয় এই অন্ধকার দুর আকাশে এক কোনায় এক খন্ড মেঘ সাদা দৃশ্যমান । এ যেন আমারই প্রতিচ্ছবি। একাকী পথ চলা আর একলা একা থাকা । শুন্য আকাশের এক টুকরো মেঘ, আমি, আমার চিন্তা পোকার ঘুটোর ঘুটোর । দাড়িয়ে আছি প্রচন্ড নোনা বাতাস উপেক্ষা করে, কতক্ষন জানি না।

এ যেন দাড়িয়ে থাকাই আমার কাজ, দাড়িয়ে থাকতে হবে, যেন আমি দাড়িয়ে আছি অনন্তকাল ... ... .... ... ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।