আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে।।

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় বাতায়নে। ওদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে।

আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা। । শোনা হলনা হলনা, আজ ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দ্বারে দ্বারে। ।

দেখা মেলেনা মেলেনা। তোরা আয়রে ধেয়ে দ্যাখরে চেয়ে। । আমার বুকে, ওরে দ্যাখরে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে।

ইউটিউব লিঙ্ক এখানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।