[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
[ইটালিক]গায়কঃ পার্থ বড়ুয়া
ব্যন্ডঃ সোলস[/ইটালিক]
আমাকে MP3 পাঠিয়েছে ঃ iycv
গানটির MP3 এর লিংক= Avwg cw_K ne|
[আন্ডার]গানের কথাঃ[/আন্ডার]................>
তোমার ঐ মনটাকে
একটা ধূলো মখা পথ করে দাও
আমি পথিক হব।
তোমার ঐ মনটাকে
একটা ধূলো মাখা পথ করে দাও
আমি পথিক হব।
ভালবাসার কিছু পদধ্বনি
ভালবাসার কিছু পদধ্বনি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব
আমি পথিক হব।
তোমার ঐ মনটাকে
একটা ধূলো মাখা পথ করে দাও
আমি পথিক হব।
সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে
সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্ন গুলো
তোমকেই খুঁজে পাবে।
ভালবাসার কিছু পদধ্বনি
ভালবাসার কিছু পদধ্বনি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাবো
আমি পথিক হব।
তোমার ঐ মনটাকে
জ্যোৎস্নায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে
জ্যোৎস্নায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে
আমর ক্লান্ত পায়ে মুখরা লগ্নগুলো
নিরবে মুখ লুকাবে
ভালবাসার কিছু পদধ্বনি
ভালবাসার কিছু পদধ্বনি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাবো
আমি পথিক হব।
তোমার ঐ মনটাকে
একটা ধূলো মাখা পথ করে দাও
আমি পথিক হব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।