বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
এইতো আগস্ট মাসের 28 তারিখে অথার্ত28-8-2006 এর ঘটনা ।
তারিখটা স্পষ্ট করে তুলে রাখলাম, পরে দরকার যদি পড়ে যায় ।
বিদেশের বাড়িতে থাকলেও আত্নীয় এর অভাব বলতে নাই ।
আপন থেকে দু:স্বম্পর্ক পর্যন্ত গড়ায় ।
যেমন:চাচাতো ভাই, মামাতো ভাই, চাচার ঘরের ভাইয়ের ছেলে, মা-র আপন চাচাতো ভাই এর ঘরের ছেলে, দু:স্বমর্্পকের মামাতো বোনের মেয়ে বা ছেলে, বন্ধু, বন্ধু, বন্ধুর ভগি্নপতি, (উদাহরণটা শুধু আমার ব্যক্তিজীবনে নয় বরং সবার ক্ষেত্রে)এবং আরও কাছের লোকজন রয়েছেই ।
সেই অর্থেই আমার এক আত্নীয় এর মাতৃভূমি ভ্রমন শেষে নিজ কর্ম জগতে ফিরে আসছে এবং বিশেষ কারণে তার নিকট প্রিয়জন আসতে না পাড়ায় আমাকে দূরের প্রিয়জন হিসেবে ধরে আমাকে রিসিভ করতে বলা হয়েছে ।
অতএব ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগমণ ।
অনেক আগেই এসেছি , এয়ার পোর্টে একটু ঘুরে ফিরে দেখে সময় নষ্ট করার জন্য ।
সেই ফাকেঁ হঠাত করে, meeting point নামে একটি স্থানে উপস্থিত, জায়গাটি ছিল , ঠিক প্যাসেনজাররা যেখানে থেকে বের হয়ে আসে অথার্ত exit এর পথ এর পাশেই ।
সেখানে প্রায় 26 থেকে 27 ভাষায় meeting point কথাটির উল্লেখ্য ছিল ।
কিন্তু মজার ব্যাপার হল । সেখান থেকে 6 টি ভাষা ভাগ্য ক্রমে পড়তে পেরেছি আর 5টি ভাষা বুঝতে পেরেছি । যা হোক, কিন্তু চোখটি আটকে গিয়েছিল, [গাঢ়] হিন্দী [/গাঢ়] ভাষা দেখে । কারণ বিদেশের ইন্ডিয়ান মানুষদের সাথে চলতে চলতে আগের থেকে ভালই হিন্দী ভাষা লিখতে ও পড়তে পারি । লেখা ছিল '' মিলন কা স্থান'' ।
দেখে তো আমার মাথা চড়াক গাছ । তারপরই খেয়াল হল এখানে বহু ভাষায় Meeting Point এর অনুবাদ বিদ্যমান ।
[গাঢ়]
তখনই আমার মন পাগলের মত,কিংবা হন্যে হয়ে বাংলা ভাষার অস্তিত্ব খুজেঁ বেড়াচ্ছিল [/গাঢ়]
যত নিচেই হোক, আছে--
[গাঢ়] মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা [/গাঢ়]
দেখে মনটা ভরে গেল । লেখাটি ছিল একটু স্টাইল করে লেখা আর অক্ষর গুলির রং রক্ত লাল আর পিছনের ব্যাকগ্রাইন্ড এর রং হাল্কা কিন্তু উজ্জ্বল সবুজ রঙের ।
লেখা ছিল,
[গাঢ়] মিলন কেন্দ্র [/গাঢ়]
এই তো, এরপর আত্নীয়কে ঠিকমত ট্যাক্সিতে করে উঠিয়েদিলাম, জবাবে তিন ইউরো বকশিষ দিয়ে গেল ।
*(মালামাল নেওয়ার ট্রলির জন্য সেই কয়েনটি এখনও আমার কাছে তিন ইউরো আছে, সেই অর্থে লেখ্যআবতির্ত রূপ হিসেবে একে বকশিষ হিসেবে ধরেছি, যেহেতু উনাকে বলা সত্ত্বে উনি আমার কাছে তা রাখতে বলেছেন, কারণ উনাকে ট্যাক্সিতে উঠিয়ে দেওয়ার পর একা এবং আরেক জন এর সহযোগিতায় এগুলি যথাস্থানে ফিরত দিতে হয়েছে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।