আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজনের বিধান

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

কাতর নইতো আর বিরহরে তুষের আগুনে রাহুর আক্রোশ ছেড়ে বেরিয়েছি চাঁদ পূর্ণিমার সি্নগ্ধ আলো রাত্রির কালিমা ঢেকে নিরলস হাসে। আচানক ভেঙে গেছে উপাস্যের ধ্যান; দ্বিধাহীন পৃথিবীর পূর্ণযাত্রী ভরামুখে মধু পান করে। এবারের গন্তব্য দূরের ওই উচ্ছল সাগর- মাঝপথে বাধা? ভয় নেই কোনো; প্রয়োজনে শিখে নেবো পাহাড়ী ঝর্ণার কাছে চলার বিধান। 26.11.84

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।