কাকতালীয়ভাবে আমার সাথে এক বড়-ভাইএর পরিচয় হয়েছিল। উনার কন্ঠ আর দৃষ্টির গভিরতায় আমি কখনোই ভেসে থাকতে পারিনি, একদম ডুবে যেতাম কোন এক আজব দেশে, যেন এক নতুন পৃথিবী।
যাহোক কথা প্রসঙ্গে উনি আমাকে বলেছিলেন---- "সমাজব্যবস্থার সবচেয়ে ভয়ংকর অংশ অর্ধশিক্ষিত জনগোষ্ঠী। "
প্রথমবারেরমত আমি গভীরভাবে ভাবি ব্যাপারটা নিয়ে। শিক্ষিত আর অশিক্ষিতের মাঝে এই অর্থশিক্ষিত লোক জন অল্পজেনে সেটাতেই বিশ্বাস স্থাপন করে।
যেখান থেকে জন্ম নেয় অন্ধত্ত আর অন্ধত্ত থেকে বর্ণবাদ বা সামপ্রদায়ীকতা।
উৎকৃষ্ট উদাহরণ হতে পারে বাংলা-ভাইরা। সমাজের তরুণদের অল্প শিক্ষাদিয়ে ব্রেনওয়াশ করানো হয় যা জন্ম দেয় অন্ধবিশ্বাস আর বর্ণবাদের।
অন্ধবিশ্বাস অন্ধবিশ্বসই,
বর্ণবাদ বর্ণবাদই,
তা এখন যে ভোলে, যে তালে, যে ঢঙ্গেই মানুষের সমাজে ঢুকে পড়ুক না কেন সেটা এর তি করবেইকরবে। দক্ষিণ-আফ্রিকা সাক্ষী, সাক্ষী ইতালী ও জামর্ান, সাক্ষী পৃথিবীর শত শত কোটি মানুষ কেননা পেশী-শক্তির ব্যবহার দেখার বাস্তব অভিজ্ঞতা এদের রয়েছে।
ধিক্কার ঐ অর্ধশিক্ষাকে,
ধিক্কার ঐ অন্ধত্ত আর বর্ণবাদকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।