আমাদের কথা খুঁজে নিন

   

ভুয়া রাজনীতি, ধর্ম , অর্থনীতি এবং সমাজব্যবস্থার কবলে আমরা পৃথিবীবাসি।

আমরা প্রত্যেকে সেইসব মানুষদেরই একজন, যাদের সাথে আমাদের প্রতিদিন দেখা হয়।

আমদের জন্ম হয় এমন একটি পরিবেশে এমন একটি সমাজব্যবস্থায় যার কারনে আমরা সবাই ভাবতে বাধ্য হই আমারা যা জানি যা বিশ্বাস করি তাই ঠিক। নতুন কিছু জানার বা বোঝার ক্ষমতা নষ্ট করে দেওয়া হয় প্রচলিত ধর্ম কিংবা সমাজব্যাবস্থার শিকল দিয়ে। সম্প্রতি একটি ডকুমেন্টারী ফিল্ম (Zeiggest Anddenum (2008)) এ দেখানো হয়েছে.. * সারা পৃথিবী জুড়ে অর্থনৈতিক মন্দার কারণ * কিভাবে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে লুটে খাচ্ছে। * ধর্ম কি আদেও মানুষকে দাসত্ব থেকে মুক্তি দিতে পারে? * প্রচলিত অর্থনীতি মুলত কাদের জন্য লাভজনক? * দেশে দেশে যুদ্ধ কেন হয়? * যুদ্ধ, দারিদ্র এবং ভেদাভেদহীন একটি পৃথিবী আমরা কিভাবে পেতে পারি.. ডকুমেন্টারী ফিল্মটি দেখার পরে সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইন্টারনেট স্পিড ভালে হয়ে ফিল্মটি সরাসরি দেখতে পারবেন নিচের লিংক থেকে http://www.novamov.com/video/49a5a75c73f7c নতুবা একই লিংকে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করুণ। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.