আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা
টেস্টে 129 বছরের ও 1 হাজার 814 ম্যাচের ইতিহাসে এমন ঘটনার নজির এটাই প্রথম। বল টেম্পারিং করার অভিযোগ এনে আম্পায়ার ড্যারেল হেয়ার পাকিস্থানকে 5 রান জরিমানা করার পর পাকিস্থান এ সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে চতুর্থ দিনে চা বিরতির পর খেলায় না ফেরার সিদ্ধান্ত নেয়। তবে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের হস্তক্ষেপে তারা খেলতে মাঠে নামলেও তখন দুই আম্পায়ার মাঠে নামে নি। তারা ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করেন। আর এভাবেই এক বিতর্কিত টেস্ট শেষ হয়।
ভারতীয় উপমহাদেশের প্রতি হেয়ারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এর আগেও দেখা গেছে। এর আগে 1995 সালে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরালিধরনের বোলিঙে চাকিঙের অভিযোগ আনেন এই হেয়ার। গত বছর ফয়সালাবাদ টেস্টে পাকিস্থান অধিনায়ক ইনজামামের বিপক্ষে রানআউটের সিদ্ধান্ত দেন তিনি। রিপ্লেতে দেখা গেছে এ সময় হার্মিসনের থ্রো থেকে বাঁচার জন্য একপাশে মাথা সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ইনজামাম। তারপরও পাকিস্থান অধিনায়কের বিপক্ষে চরম দন্ড দেন তিনি।
পাকিস্থানের একটি পত্রিকায় নিজের লেখা কলামে ইমরান খান বলেন, হেয়ারের উস্কানিতেই সবকিছু ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য তিনিই আসল কালপ্রিট। ইমরান বলেন, 'হেয়ার হচ্ছে সেই মানুষ, যে আম্পায়ারদের সাদা কোট পরার পর একজন মিনি হিটলারের ছবি ভেসে ওঠে। '
[link|http://english.aljazeera.net/NR/exeres/3918CEA5-4C28-4180-A5A5-2AED997EDD5D.htm|AvjRvwRivq Avc
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।