আমাদের কথা খুঁজে নিন

   

মেমোরি



অফিসে বসে আছি। আস্তে ধীরে কাজ আগাচ্ছে। পর্তুগালের অর্থনীতি নিয়ে বসবো একটু পরে। আসলে কাজে মন নাই। একজনের কথা বার বার মনে পড়ে যাচ্ছে।

আজকে তার জন্মদিন। বেশ কিছুদিন তার সাথে যোগাযোগ নাই। অনেকটা মিউচুয়াল ডিসিশন। দুজনেরই একে অপরকে ভাল লেগেছিল। কিন্তু প্র্যাকটিকাল দিক চিন্তা করে আর কেউই আগাইনি।

এখানে বড় হয়েছে - দেশ কোনদিন দেখেনি, বাপ মা নিয়ে গিয়েছিল সেই ছোটবেলায়। সত্যি বলতে এটাই তার দেশ। কিন্তু আমার তো না। এজন্যেই পিছপা দুজনেই। একদিন চলে যাব আমি, কিন্তু ও কি যাবে - না সেই দাবি করা ন্যায্য হবে, ফ্যামিলি বাপ মা ভাই বোন ফেলে।

তার পরও ভালো লেগেছিল অনেক। সুন্দরী, মেধাবী, হাসিখুশি। সামারে দুজনে গিয়েছিলাম সমুদ্্র তীরে, লন্ডন থেকে ঘন্টা দুই দুরে। সারাদিন কেটে গিয়েছিল সমুদ্্রের পাশে - কথায় কথায়, আলাপী আড্ডায়। সেদিনই ছিল শেষ দেখা।

স্টেশনে বিদায়ের সময়ে বুঝেছিলাম আর দেখা হবে না কোনদিন। জড়িয়ে ধরেছিলাম অনেকখন। ভালো লাগা আর শেষ শুভেচ্ছা। আজ তার জন্মদিন। এসএমএস করিনি এখনো, অথবা ফোন।

ভাবছি হ্যালো বলবো কিনা একবার। ওদিকে পর্তুগালের অর্থনীতি ওয়েট করছে আমার জন্যে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.