আমাদের কথা খুঁজে নিন

   

মেমোরি কার্ড ফরমেট দিলে কি তার ওজন কম?

একটি মেমোরি কার্ড empty অবস্থায় থাকলে তার যে ওজন হয় সে মেমোরি সম্পূর্ণভাবে পূর্ণ [full] হলে কি তার ওজন বাড়ে? এমন একটা প্রশ্ন হতেই পারে মেমোরি কার্ড থেকে কোনো ফাইল বা ডকুমেন্ট ডিলিট করে ফেললে সেগুলো কোথায় যায়? মূলত মেমোরি কার্ড কিংবা পেনড্রাইভ পূর্ণ অবস্থায় যে ওজনের হয় খালি অবস্থায় একই ওজনের হয়। কোনো কমও না বেশিও না। মেমোরি কার্ড থেকে কোনো ফাইল ডিলিট করলে সেটা আর কোথাও যায় না মেমোরিতেই থাকে।

একটি মেমোরি কার্ডে মূলত কতগুলো কোডের এক বিশাল সন্নিবেশ থাকে। বেশিরভাগ কার্ডেই থাকে শুন্য এবং এক।

বাইনারী সিস্টেম! যখন কোনো খালি মেমোরিতে ভিডিও/ অডিও/ ডকুমেন্ট প্রবেশ করানো হয় তখন শুধুমাত্র বিশাল সন্নিবেশের সংখ্যাগুলোর ক্রমধারা পরিবর্তিত হয়। কোডগুলো যেভাবে সজ্জিত ছিল তার পরিবর্তন হয় শুধুমাত্র- নতুন কোনো কোড ভেতরে আসে না কিংবা কোনো কোড বাইরেও যায় না। ব্যপারটা এমন একটি বইয়ের সবগুলো অক্ষর এলোমেলো করে ফেললে যা দাঁড়াবে সেরকম। অক্ষর এলোমেলো করে সাজালে বইটা আর আগের বই থাকছে না- আবার আরেক দিক থেকে বই বইয়ের মতই আছে। অক্ষর সরে যায় নি, নতুন অক্ষর আসে নি।


void(1);
ুত্র: সায়েন্স ইলাস্ট্রেটেড; ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.