আমাদের কথা খুঁজে নিন

   

মেমোরি কার্ডে ছবি দেখায় না

গতকাল সারাদিন আমার ক্যামেরা দিয়ে অনেক ছবি তুলি। আমার কাছে কার্ড রীডার ছিলনা তাই আমার বন্ধুর বাসায় যাই তার কার্ড রীডার দিয়ে ছবিগুলো আমার পেনড্রাইভে নিব বলে। কয়েকটা ছবি কপি হওয়ার পর কপি অনেক স্লো হয়ে যায়। তারপর আমি কপি বন্ধ করে তার কার্ড রীডার বাসায় নিয়ে আসি। ।


বাসায় এসে পুনরায় পিসিতে কার্ড রীডার লাগানোর পর DCIM ফোল্ডারের ভিতর কোন ছবি পাই না। কিন্তু ফোল্ডার প্রোপারটিস এ শো করে 2.43GB ।

এরপর Win7 ফোল্ডারের 1.AHCI ফোল্ডারে ঢুকলে এইরকম দেখতে পাই।

তার উলটাপালটা ফাইল গুলা ডিলেট করতে গেলে মেমোরি কার্ড হ্যাং করে। তারপর আমি মেমরি কার্ড খুলে আবার লাগাই।

আর লাগানোর পর 1.AHCI ফোল্ডারটা একটা অজানা ফাইল রুপে দেখতে পাই।

আমার হিডেন ফাইল অপশন গুলো আনমার্কডঃ

ছবিগুলো ফেরত পাওয়ার কী কোন উপায় আছে?

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.