আমাদের কথা খুঁজে নিন

   

রূপকথা অথবা চুপকথা

ফেসবুকে আমি https://www.facebook.com/LINCON04 অনেক কাল আগের কথা। সাত সাগর তেরো নদীর ওপাড়ে একটি দেশ আছে, দেশটির নাম উল্টো রাজার দেশ। সমস্ত পৃথিবী জুড়ে গণতন্ত্র বিরাজমান, কিন্তু উল্টো রাজার দেশ চলে আমলাতন্ত্র ও কামলাতন্ত্র নামে দুটি নীতিতে! উল্টা রাজা, দেশের আপার ক্লাসের জন্য আমলাতন্ত্র ও লোয়ার ক্লাসের জন্য কামলাতন্ত্র বজায় রেখেছেন। উল্টা রাজার দেশ প্রচুর নিম্ন শ্রেণীর মানুষে ভর্তি!তারা দিনে আনে, রাতে খায়। খাওয়ার মধ্যে সকালে লুচি, বিকেলে হালিম, তিনবেলা ভাত, সারাবেলা গালি, ঝাড়ি এসব! তবে কথা হল তারা যা খায় অপচয় করে তার চেয়ে বেশী!উল্টো রাজা তাঁদের জন্য মৌলিক অধিকার রেখেছেন- # বেঁচে থাকা # কামলা দেয়া # স্বাক্ষর দেয়ার নিমিত্তে অক্ষরজ্ঞান # অপশনাল হিসেবে বস্ত্র।

(যা তারা নিজেরা কামলা দিয়ে তৈরি করে) মোটামুটি এভাবে দিন কেটে যায় তাঁদের!প্রতি বছর সুখী মানুষের দেশ হিসেবে উল্টা রাজার দেশ 'গোল্ডমেডাল' পায়! আমলাতন্ত্র তার ঠিক উল্টো। তারা রাতে আনে দিনে খায়! তাঁদের প্রধান খাদ্য ঘুষ, বার্গার, পিজা, মেটফরমিন হাইড্রোক্লোরাইড, ইনসুলিন!তাঁদের মৌলিক অধিকার- # এরোপ্লেন # লাল পাসপোর্ট (পাবলিক টয়লেট ছাড়া পৃথিবীর যেকোন দেশে বিনা বাঁধায় যেতে পারা) # পি এইচ ডি ডিগ্রী # পুলিশ এস্করট # এসির হাওয়া সবসময় আমলাতন্ত্র কামলাতন্ত্রের সুখ বিবেচনা মাথায় রাখে, আলোচনা করে!উভয় পক্ষ সুখী! তবে উভয়ের একটা কমন মিল আছে। তা হচ্ছে তারা উভয়ে তাঁদের নিজ নিজ ঘর বাড়ি, প্রাসাদ ঝকঝকে পরিষ্কার রাখে, এবং পরিষ্কার করার পর নোংরা ফেলে আসে প্রতিবেশীর বাড়ির সীমানার কাছে!এই নিয়ম তারা মেনে চলে বাড়ি টু বাড়ি, মহল্লা টু মহল্লা, গ্রাম টু গ্রাম, জেলা টু জেলা থেকে সমগ্র উল্টো রাজার দেশ পর্যন্ত!তারা উভয়ে শহর পরিষ্কার রেখে ময়লা আবর্জনা ফেলে রাস্তার পাশে! একদিন উল্টো রাজা প্রাতঃ ভ্রমনে শহর প্রদক্ষিণ করতে বেরোলো। হঠাত তার পেট উলটে বমি এসে গেল; বমির কারন- শহরের রাস্তার পাশে রাখা ময়লা!রাজা তারাতারি ভ্রমণ অসমাপ্ত রেখে প্রাসাদে ফিরে গেল। ফিরে গিয়ে আলোচনা সভা আহ্বান করা হল! আমলাতন্ত্রের সদাহাস্য টাকমাথা কাবিল মন্ত্রি হাসতে হাসতে ঘোষণা করল যে রাজ্যের ময়লা পরিষ্কার করা হবে।

সবাই তাতে সায় দিল, না দেবার কোন কারণ নেই!উনার গাল ফোলা ফোলা, দেখতে টাবির মতো!সবাই সবসময় ভাবেন, একটা কিউট বেবি হলে যেন উনার মত হয়, যেন গাল ধরে আদর করা যায়! এমন কিউট কাবিল মন্ত্রীর কথা কি ফেলা যায়? অতএব পরদিন রাজ্যে হইহই পরে গেল!মিডিয়া সরগরম হল, লাইভ টেলিকাস্ট হল, কামলাতন্ত্র কাজকাম ফেলে সারাদিন দক্ষযজ্ঞ দেখে গেল! অনলাইন মিডিয়ায় প্রচুর শেয়ার হল!লাখ লাখ ঝাড়ুর বাড়ি পরল ময়লার উপর, ড্রেন থেকে ময়লা তোলা হল!কোটি কোটি টাকা ব্যয় হল!কিন্তু সন্ধ্যায় দেখা গেল ড্রেনের তোলা ময়লা গন্ধ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে!ঝাড়ুর বাড়িতে ধুলা উড়ে রাজ্য প্রায় অন্ধকার! কিছু আমলার পকেট ফুলে গেলেও উল্টো দেশের গন্ধ যেমন আছে তেমন রইল! পরদিন আবার সভা, নানা আমলা নানা কথা বলল!সবার গালভরা উক্তি বিফলে গেল, শহরের দুর্গন্ধ এসি রুম ভেদ করে সভা কক্ষ পর্যন্ত হাজির! উল্টো রাজা গন্ধের চিন্তায় মাথা চুলকাতে লাগল! মাথা চুলকাতে চুলকাতে তিনি বলে উঠলেন,'' আমার রাজ্যের কামলাতন্ত্ররা কিভাবে এই গন্ধ সামাল দিচ্ছেন?'' কেউ কোন সদুত্তর দিতে পারলোনা!ডাকা হল কামলাতন্ত্রের প্রধানকে। ইস্ত্রি করা শার্ট, জিন্স আর কমদামি পারফিউম মেখে সভা কক্ষে হাজির হলেন তিনি। তিনি সমস্যা শুনে বললেন, " হুজুর আমরা তো এই গন্ধে অভ্যস্ত। বেশী সমস্যা হলে কয়েক মিনিট দম বন্ধ করে রাখি! বিনা খরচে গন্ধ চিন্তা দূর হয় এতে। "উল্টো রাজা বললেন, '' বাহ! এতো অতি ভাল আইডিয়া! এতো সুন্দর আইডিয়া তো আমাদের কারো মাথায় আসেনি!'' কাবিল মন্ত্রী বলল, "ব্যাটা একটা চোর্‌, একে ফাঁসি দেয়া হোক! এ আমার আইডিয়া চুরি করেছে! আমি মনে মনে এটা এতক্ষন ভাবছিলাম!'' কামলাতন্ত্রের প্রধানের আইডিয়া চুরি করার শাস্তি হিসেবে তার অনলাইন আইডি ডিএক্টেভেটের হুকুম দিয়ে সভা সমাপ্ত ঘোষণা করা হল! উল্টো রাজার দেশে গন্ধ সমস্যা দূর হল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।