আমাদের কথা খুঁজে নিন

   

আপনার কম্পিউটার চালু হলেই আপনার নাম ধরে ডাকবে। (বেহুদা পোস্ট, মজা পাইতে পারেন মাগার খুব কোন কামে লাগবো না।

বিশেষ তেমন কিছুই আমার নেই। সাধারন একটা মানুষ আমি।

কেমন হবে যদি কম্পিউটার অন করার সময় কম্পিউটার আপনাকে বলে Welcome to your PC, Mr. (Ur Name) !! হ্যাঁ, কিছুক্ষনের মধ্যেই আপনার পিসি আপনার নাম ধরে ডাকবে। আপনি চাইলে একটি ভিজ্যুয়াল বেসিক স্ক্রিপট স্টার্টআপে সেট করে খুব সহজেই এই কাজটি করতে পারবেন। কাজটি করার জন্য কয়েকটি ধাপ অনুসরন করতে হবে।

ধাপ-১ঃ আপনি নোটপ্যাড চালু করুন। এজন্যStart > All Programs > Accessories এ গিয়ে Notepad এ ক্লিক করে নোটপ্যাড চালু করুন। ধাপ-২ঃ এবার নোটপ্যাডে নিচের কোডগুলো কপি পেস্ট করুন। Dim speaks, speech speaks="Welcome to your PC, Mr. YOURNAME" Set speech=CreateObject("sapi.spvoice") speech.Speak speaks এখানে YOURNAME এর পরিবর্তে আপনার নাম লিখুন। আপনি যদি অন্য কোনো বার্তা শুনতে চান তাহলে speaks= এর পর ডাবল কোটেশনের মধ্যে আপনার পছন্দের বার্তাটি দিয়ে দিন।

উল্লেখ্য, ভাষা অবশ্যই ইংরেজি ব্যবহার করতে হবে। ধাপ ৩-ঃ এবার ফাইলটি vbs ফরম্যাটে সেভ করতে হবে। এজন্য File থেকে Save As এ ক্লিক করুন। Filename এর ঘরে welcome.vbs লিখুন এবং Save as type ঘর থেকে All Files (*.*) সিলেক্ট করুন। ধাপ ৪ঃ এবং সবশেষে Save বাটনে ক্লিক করুন।

Save করা শেষ হলে ফাইলটি কোথায় Save করলেন তা মনে রাখুন, এরপর ক্লোজ করুন। ধাপ ৫ঃ এবার আপনার পিসি এর লুকানো ফাইল গুলো show করে দিন। ( কারন আপনাকে এখন যা করতে বলা হবে, সেই ফলদেরগুলো সাধারনত লুকানো থাকে। তাই শুরুতেই Folder Option থেকে Show hidden folders অপশনটি চেক করে রাখবেন। ) ধাপ ৬ঃ সেভ করা ফাইলটি অর্থাৎ welcome.vbs ফাইলটি প্রথমে কপি করুন।

ধাপ ৭ঃ AppData ফোল্ডারে পেস্ট করুন। আপনি যদি উইন্ডোজ এক্সপি ব্যাবহারকারী হন তাহলে ফাইলটি C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup ডিরেকটরিতে পেস্ট করুন। আর আপনি যদি উইন্ডোজ ভিস্তা/৭/৮ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে C:\Users\ {User-Name}\AppData\Roaming\Microsoft\Windows\Start Menu\Programs\Startup ডিরেক্টরিতে পেস্ট করুন। এখানে {User-Name} হলো আপনার কম্পিউটারের ইউজার নেম। AppData ফোল্ডারটি সাধারণত লুকানো থাকে।

ধাপ ৮ ঃ এবার আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। ডেস্কটপ আসার পর কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন কম্পিউটার আপনার দেয়া বার্তা অনুযায়ী আপনাকে স্বাগত জানাচ্ছে। ধাপ ৯ঃ যদি কাজ না করে, তাহলে কমেন্ট করে জানান। যদি কাজ করে তাহলেও জানান। এই পোস্ট থেকে যদি কেউ মজা পেয়ে থাকেন, তাহলেই এই পোস্টটি সার্থক হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.