জুলাই সংখ্যা'06
মে '06 সংখ্যার সঠিক উত্তর
1. হিলফুল ফুজুল। 2. মদিনায়। 3. বাংলা নববর্ষের প্রথম দিন 4. 5 উইকেটে। 5. ঢাকায়। 6. হর্ন বিল।
7. ইলিশ। 8. বুশ। 9. জিয়াউর রহমান। 10. 1লা মে।
জুলাই 2006 সংখ্যার প্রশ্ন
1. বেজির একটা ভালো বাংলা নাম আছে।
সেটা কি?
2. মুসলমানদের সাপ্তাহিক মহামিলন হয় কোন নামাজে?
3. একবারে সবচেয়ে বেশি ডিম পাড়ে কোন মাছ (দেশী)?
4. মানুষের শরীরের সবচেয়ে ঠাণ্ডা স্থান কোনটি?
5. বিপুল কাশফুল দেখা যায় কোন ঋতুতে?
6. সর্বশেষ বাংলার নবাব কে ছিলেন?
7. ইহুদিরা কোন কোমল পানীয় বিক্রয় করে সরাসরি ইসরাইলের জন্য তহবিল সংগ্রহ করে?
8. পৃথিবীর ুদ্রতম মুসলিম দেশ কোনটি?
9. দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন কোন বিজ্ঞানী?
10. সোনালি অাঁশ বলে কোন ফসলকে?
মে 2006 এর সঠিক উত্তরদাতা
ফেনী : শহীদুল ইসলাম সুমন, কে এম হাট; শাহেদুল ইসলাম পাপন, ঐ।
বানিয়াচং : তাহমীনা নাজনীন মোনা, মাদারীটোলা; আমিরম্নল ইসলাম খান, ঐ; আতিকা বেগম, উত্তরপাড়।
চট্টগ্রাম : আব্দুলস্নাহ আল ফাহিম, উত্তর পতেঙ্গা।
যশোর : মুজাহিদুল ইসলাম কাজল, মনিরামপুর।
লক্ষ্মীপুর : প্রিন্স মোহাম্মদ নূরম্নল ইসলাম নূর সুমন, জাহেরাবাদ।
একটি উত্তর ভুল হয়েছে যাদের
চাঁদপুর : রায়হান উদ্দিন হৃদয়, খিলাতলী; কাজী ফয়সল আহম্মেদ, ঐ; মু. আবুল বাশার, বহরিয়া।
কুষ্টিয়া : মো: সোহানুল হক, গোপালপুর; নাজ আহমেদ, ঐ; মো: দুলাল উদ্দিন, চৌরহাস; মো: মনিরম্নল ইসলাম, খোকসা; আশা আনোয়ার, ঐ।
সিলেট : শিহাব কাদির, বটেশ্বর; আব্দুলস্নাহ আল নোমান, মীরারামা; মো: সাফাত রহমান, ফেঞ্চুগঞ্জ; মো: আফজাল হোসেন, টিলাগড়।
খুলনা : শরিফুল ইসলাম আরিফ, তেরখাদা; ফাহিমা ফারহানা, কয়রা; মো: রম্নহুল কুদ্দুস, মো: হেলাল উদ্দিন, সদর; মো: সজীব হোসেন, জাহানাবাদ; মুন্সী তুষার আহমেদ, ঐ।
কুমিলস্না : শাহাদাত হোসেন হৃদয়, দাউদকান্দি; জামাল আহমাদ মেসবাহ, ঐ; কাউসার আলম হাফিজ, চমকখলা; মু. দেলোয়ার হোসেন, চৌদ্দগ্রাম; মু. শাহজাহান মজুমদার, ঐ; মু. কামরম্নজ্জামান সাকিব, দেবিদ্বার।
নোয়াখালী : মো. জহিরউদ্দিন, বড় চারিগাঁও; জুয়েল, ফাহাদ মঞ্জিল, সদর; নজরম্নল ইসলাম মানিক, কৃষ্ণরামপুর; আব্দুলস্নাহ আল মাহফুজ, চাটখিল।
অন্যান্য জেলা : মো. মুসলিম উদ্দিন, বি. বাড়িয়া; হাবিবুর রহমান, ঐ; আবু দাউদ মো: রিদোয়ানুল আরেফিন, চট্টগ্রাম; মু. ওসমান গনি, ঐ; মো: ইত্তেহাদুল ইসলাম, ঢাকা; মো: মামুনুর রশিদ, ঐ; মো: আশরাফুল আলম, গাজীপুর; আহসান হাবীব সিফাত, ঐ; কেফা বানিয়াচং; হযরত আলী মাজমাদার, ঝিনাইদহ; মনসুরা আশরাফি উর্মি, হবিগঞ্জ; মো: মোসত্দাফিজুর রহমান, কিশোরগঞ্জ; সাইয়েদ আবুল আলা মওদুদী, লালমনিরহাট; মো: আবু মাসউদ, লক্ষ্মীপুর; শরিফুল ইসলাম শরিফ, ময়মনসিংহ; আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁও; মো: জান্নাতুন হোসেন, সিরাজগঞ্জ; শিবি্বর আহমেদ, নরসিংদী; মুহাম্মদ মাহবুবুর রহমান, বরিশাল; রাফাত তানজীম খান, রাজশাহী; তারেক মনোয়ার রম্নম্মান, ভোলা; মো: গোলাম আজম, নওগাঁ।
মে 2006 এর বিজয়ী
প্রথম : শহীদুল ইসলাম সুমন, কে এম হাট, ফেনী।
দ্বিতীয় : আব্দুলস্নাহ আল ফাহিম, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।
তৃতীয় : আতিকা খানম, উত্তরপাড়, বানিয়াচং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।