আমাদের কথা খুঁজে নিন

   

একলা চলো জেনিফার



অনেকটা জিদের বশেই তারকা অভিনেতা ভিন্স ভনের সঙ্গে প্রেম শুরু করেছিলেন প্রাক্তন 'ফেন্ডস্'খ্যাত মহাতারকা জেনিফার অ্যানিস্টন। কারণটি ছিল তাকে ছেড়ে যাওয়া স্বামী ব্রাড পিটকে দেখানো তিনিও প্রেম করতে পারেন। প্রেমে পড়ে তিনিও কমবয়েসীদের মতো আচরণ করতে পারেন। কিন্তু জেনিফার চাইছিলেন প্রেম নয় বিয়ে করতে । আর তাই তিনি ভিন্স ভনের সঙ্গে থাকার জন্য বাড়িও কিনেছিলেন। ভনের মার সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পারলেন না সম্পর্কটি টিকিয়ে রাখতে। সবাই যখন ভাবছিলেন আবারো হয়তো জেনিফার বিয়ে করতে যাচ্ছেন ঠিক তখনই সবাই জানলো তাদের সম্পর্ক আর নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।