|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|
কোন পতিতালয়ের সদ্য প্রসূত বাচ্চা
রাস্তার পরে কুঁ্যই কুঁ্যই করে কাঁদছে, এক ঠাকুর
যাচ্ছিল সে পথে, বাচ্চাটিকে দেখে দৌড়ে পালালো
গালি ছুড়লো 'শালা শুয়োরের বাচ্চা, কুকুর'
এক ইমাম সাহেব বাচ্চার উপস্থিতি টের পেয়ে
মমতায় কাছে গেলেন, দেখলেন, মেয়ে নাকি ছেলে
মেয়ে! মুখে থু থু মেরে গাল বকলেন, চলে গেলেন
যৌতুকের ভয়ে সমাজের ভয়ে বাচ্চাটিকে ফেলে
এক পাদ্রী বাসায় ফিরছিল তার প্রার্থণা শেষ করে
কান্না শুনে এসে দেখলেন সদ্য প্রসূত মানব শিশু
কুকুরের খাবার শকুণের খাবার বলে ধিক্কার দিলো
ভাবলোনা কি বলেছিল তার যিশু
এক মদ্যপায়ী মাতাল ঘরে ফিরছিল
তার মনে ব্যথা, কোন সন্তান নাই
বাচ্চাটিকে পেয়ে কোলে নিলো, বললো
মদপান করবোনা বিধি শিশুটিকে পালনের অধিকার চাই,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।