আমাদের কথা খুঁজে নিন

   

বৈরুতে শিশুর জীবন

টুকিটাকি ভাবনাগুলো

শিশুটি বিছানায় শুয়ে আকাশের তারা দেখছে তার ডোনালড ডাক লাইটে উদ্ভাসিত নিশ্চিন্ত জীবন । কি অদ্ভুত এই জীবন শেষ করে দেয়ার আকাঙ্খা কি অদ্ভুত একটি শিশুর জীবন কেড়ে নেয়া । এটা কি রাগ, ইর্ষা, লাভ না ক্ষতি যার জন্যে চাচ্ছি আমরা এই জীবনের অবসান ? এদেরই কি আমরা বোমা মারতে চাচ্ছি? এরাই কি আমাদের জন্যে বিপদজনক? এটাই কি আমাদের সুখ, প্রতিহিংসা বা অপরাধ? আমরা কি সত্যি পাড়ি দিতে চাচ্ছিএই কঠিন পথ? একেকটি নিখুত বোমা যখনই আঘাত হানে লক্ষ্যের পাশাপাশি কেড়ে নেয় এটি কোন শিশুর জীবন এবং প্রতিহিংসার বীজ বপন করে আসে জনগোষ্ঠীতে । ইতিহাস কিন্তু বিজিতদের দ্্বারা লেখা হয়না । আমরা এখন চেঙ্ঘিস খান, বোর্ঘিটা, বুশ কিন্তু এই কাহিনীর শেষ কোথায়? পিনক ফ্লয়েড ব্যান্ডের রজার ওয়াটার্সের !@!5915 ও !@!5916 গানদুটো থেকে কোলাজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।