আমাদের কথা খুঁজে নিন

   

বৈরুতে ইরান দূতাবাসের সামনে সংঘর্ষে নিহত ১

লেবাননের রাজধানী বৈরুতে ইরান দূতাবাসের সামনে আজ রোববার ইরান-সমর্থিত হিজবুল্লাহ বাহিনী ও ইরানবিরোধী শিয়াদের দুটি ছোট দলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বিভিন্ন বার্তা সংস্থা বলছে, সিরিয়ার গৃহযুদ্ধে লেবাননের হিজবুল্লাহরা সিরীয় সরকারের পক্ষ নেওয়ায় বৈরুতে হিজবুল্লাহবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। লেবাননের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে, হিজবুল্লাহরা বিক্ষোভকারীদের ওপর প্রথমে হামলা চালায়।
ঘটনার পর লেবাননের সেনাবাহিনী ওই এলাকায় ট্যাঙ্ক মোতায়েন করেছে ও যান চলাচল বন্ধ করে দিয়েছে। প্রতিবাদীরা বলছে, ইরান সরকার ও হিজবুল্লাহরা সিরীয় গৃহযুদ্ধে অংশ নেওয়ায় যুদ্ধ এখন লেবাননের সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে।

আজ সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধারা লেবাননে রকেট হামলা চালিয়েছে।
লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহদের আক্রমণে যে ব্যক্তি নিহত হয়েছেন, তিনি শিয়া ধর্মাবলম্বীদের একটি দলের সদস্য। দুপক্ষের সংঘাতের সময় এ দলটির হাতে কোনো অস্ত্র ছিল না। তাঁরা বলছেন, নিহত ব্যক্তির নাম হাশেম সালমান। তিনি ইনতিমা দলের সদস্য।

দলটির প্রধান আহমাদ আল-আসাদ।
লেবাননে শিয়াদের দুটি দলের মধ্যে সংঘাত বেশ বিরল ঘটনা। সাধারণত সেখানে শিয়া ও ক্ষমতাসীন সুন্নিদের মধ্যে সংঘাত হয়। লেবাননের সুন্নিরা এখন সিরিয়ার সরকারবিরোধী সুন্নি যোদ্ধাদের সমর্থন করছে।
আল জাজিরা বলছে, কোন পক্ষ প্রথমে হামলা করেছে, তা বলা মুশকিল।

তবে তরুণদের একটি ছোট দল ইরান দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু করে। এরপর আরেকটি ছোট দল ওই দলটিকে বাধা দিলে সংঘাত শুরু হয়।
লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বির হাসান এলাকায় বিক্ষোভকারীদের ওপর এক ব্যক্তি রিভলবার হাতে হামলা চালায়। হামলায় এক সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
হিজবুল্লাহবিরোধী দলের নেতা ও সুন্নি রাজনীতিক নৌহাত মাশনুকের ছেলে সালেহ মাশনুক আজকের বিক্ষোভের আয়োজন করেছিলেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।