আমাদের কথা খুঁজে নিন

   

লোগো (6) শানে নুযুল - প্রাপ্তি ফাউন্ডেশন

স্বপ্নের মত হোক প্রতিটি ভোর!

রবিবার সারাদিনের কর্মফল এই সব লোগো। মনটা ও ভাল ছিল না। তাই ঘরে ছিলাম সারাদিন। গান শুনছি আর লোগো ডিজাইন করছি। এইগুলো আমার শেষ ডিজাইন করা লোগো।

অনেক করে পেলাম ভাল খারাপ কি হইছে জানি না। তবে আমার ভাল লাগছে কিছু একটা করার চেষ্টা করছি অন্তত। 1ম লোগো: এই লোগোটায় সারিয়ার প্রথম দিকের পোষ্ট হতে প্রাপ্তির একটা ছবিকে ব্যবহার করেছি। সাদা ব্যাকগ্রাউন্ডে PRAPTI লেখাটি সবুজ রং প্রাপ্তির সবুজ নিঃস্পাপ মায়াময় চেহারার প্রতীক। আরFOUNDATION লেখার লাল রং আমাদের ভালবাসার প্রকাশ।

কর্ণারের তিনটি রঙের ঢেউ আমাদের প্রত্যাশ প্রকাশ আমাদের এই ভালবাসা যেন বাংলাদেশের প্রতিটি কোণে ছড়ায়। 2য় লোগো: এই লোগো ও অনেকটা 1ম টার মত। তবে PRAPTI FOUNDATION এর আগে রঙের লাইনগুলো আমাদের ব্লগের ভিন্নমতের স্র্বাথে ও মানবিক আবেদনে এক হওয়ার প্রকাশ। 3য় লোগো: উপরের দুইটির সংক্ষিপ্ত রূপ। 4থ লোগো: বর্ণীল হাতগুলো ভিন্নমতের মাণবিক আবেদনে এক হওয়া প্রকাশে।

5ম লোগো: সবুজ background প্রাপ্তির সজীবতা থাকুক এই কামনায়। লাল রং আমাদের ভালবাসার প্রতীক। এই লোগোটায় বাম বাংলায় প্রাপ্তি ফাউন্ডেশন ও ডান দিকে ফাউন্ডেশনের শ্লোগান যোগ করার ইচ্ছা ছিল। কিন্তু আমার কাছে বাংলা এডিটর না থাকায় হলো না। কেউ চাইলে এ্যাড করতে পারেন।

6ষ্ট লোগো: 4থ লোগোর সাথে প্রাপ্তির ছবি যোগ করে। অনেক লম্বা প্যাচাল পারলাম। ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ। যদি পারেন আওয়াজ দিয়েন!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.