আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল এর লোগো........ নকল আর নকল!!!!

বিপিএল দেশের ক্রিকেট পুরা উল্টায়া ফেলবে। ক্রিকেটরে আর পিছনে ফিরে দেখতে হবে না। খালি উন্নতি আর উন্নতি। খুবই ভালো কথা। ৬টা টিম। একেকটার দাম ৮-৯ কোটি!!!!! টিকেটের দাম আবার নাকি ৫০০ টাকা!!!! বিশ্বকাপের খেলা দেখছিলাম ২০০ টাকায় আর এই বিপিএল দেখতে হইব ৫০০ টাকায়!!! এইবার আসল কথায় আসি। সবাই নিশ্চয়ই সবগুলা টিমের লোগো দেখেছেন। Dhaka Gladietors এর লোগো আর kolkata knight riders এর লোগোর কোনো পার্থক্য চোখে পড়ে কী? নিশ্চয়ই না। CHITTAGONG KINGS আর লিভারপুলের লোগোর মধ্যেও তেমন কোনো পার্থক্য আমার চোখে পড়ে না। একইরকমভাবে SYLHET ROYALS এর সাথে chennai super kings এবং দুরন্ত রাজশাহীর লোগোর সাথে Cricket australia (CA) এর লোগোর কি অদ্ভুত মিল!!! এই টিমগুলার দাম কোটি টাকা আর লোগোগুলা এইরকম!!! এই বিপিএলের কাছ থেকে তেমন ভালোকিছু আশা না করাটা কি ভুল হবে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।