এবার সময় এল বাংলালায়ন কে বাঁশ দেয়ার । আসুন, আমরা বাঁশ দেয়ার প্রথম ধাপ হিসেবে জার জার বাংলালায়ন কানেকশন ম্যানেজার এর সিংহের লোগোর বদলে একটি বিড়াল বসিয়ে দেই।কারণ বাংলালায়ন এর মত প্রতারক কোম্পানির লোগোতে পশুরাজ এর চিহ্ন একেবারেই বেমানান।
প্রথমে এই ছবিটি ডাউনলোড /সেভ করুনঃ
তারপর এই সাইটে গিয়ে এটি আপলোড করে এর আইকন ডাউনলোড করুনঃ http://www.rw-designer.com/image-to-icon
এবার প্রয়োগ করার পালাঃ
১,প্রথমে যে ফোল্ডারে বাংলালায়ন কানেকশন ম্যানেজার আছে সেখানে যান
২,রাইট ক্লিক করে Properties এ যান,
৩,General tab এ গিয়ে Banglalaion Connection manager এর জায়গায় Banglabilai Connection manager লিখুন।
৩,Shortcut tab এ যান, তারপর change icon এ ক্লিক করুন।
৪,তারপর browse এ ক্লিক করে একটু আগেই আইকনটি ডাউনলোড করে যেখানে রেখেছেন সেখান থেকে ঐ আইকনটি সিলেক্ট করে Open>Ok>Apply এ ক্লিক করুন ।
৫.বাঁশ দেয়ার প্রথম ধাপ সেলিব্রেট করুন।
সবশেষে দেখতে এরকম লাগবে ঃ
-------------সবাইকে বাংলালায়ন কে বাঁশ দেয়ার আগ্রহ থাকায় আন্তরিক অভিনন্দন----------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।