আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: লোগো

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

আমাদের ব্লগের প্রথম পাতার শীর্ষে সামহোয়ার ইন এর লোগো নিয়ে কিছু কথা বলতেই হচ্ছে। লোগোটা সবসময় সুন্দর হয়। অন্তত আমি এই ব্লগে আসার পর থেকেই দেখে আসছি। ফেব্রুয়ারীতে দেখলাম লোগোতে পরিবর্তন করে শহীদ মিনার সংযোজন করা হয়েছে। যা সবার কাছেই প্রশংসনীয় হয়েছে।

কিন্তু মার্চে এসে দেখলাম অগি্নঝরা মার্চের কোন ছোয়া নেই লোগোতে। বিশ্বকাপ ক্রিকেট চলছে তাই সেটি রাখা হয়েছে-ভালো কথা। কিন্তু মূল সুর তো হওয়া উচিত মার্চের চেতনা। স্বাধীনতা সংগ্রামকে তুলে ধরে এমন কিছু থাকা উচিত বর্তমান মাসের লোগোটিতে। সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটকেও যুক্ত করা যেতে পারে।

আমি জানিনা আমার কথা কর্তৃপক্ষের কানে পৌছবে কি-না। আর পৌছলেও তারা এর যৌক্তিকতা অনুধাবন করবেন কি-না তাও জানিনা। তবে তারা বিবেচনা করে অবিলম্বে লোগোতে মুক্তিসংগ্রামের কোন স্মারক সংযোজন করলে খুশী হবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।