আমাদের কথা খুঁজে নিন

   

অনিয়ন্ত্রিত আবেগ



আমরা বিশ্বকাপে ফুটবল খেলিনি, কিন্তু রাতজেগে খেলা দেখেছি । সারাদেশে লাখ লাখ টাকার অসংখ্য পতাকা উড়েছে, মিছিল-মিটিং হয়েছে। অথচ আমাদের প্রাপ্তি কতটুকু! আমাদের আবেগের বহিঃপ্রকাশ দেখলে অবাক হতে হয়। আমরা খেলা দেখার জন্য অসংখ্য বিদু্যৎ অফিস ভাংচুর করেছি। জনতা-পুলিশ সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছে।

মূলত আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই শিবিরে বিভক্ত বাংলাদেশ। কিন্তু তারা দু'দলই হতাশ করেছে এবার। এদিকে কেউ আবার কেরোসিন ঢেলে টেলিভিশন পুড়িয়ে ফেলেছে। বহু টেলিভিশন ভেঙে ফেলেছে হতাশা গ্রস্থ সমর্থকরা। কেউ আবার রেফারির বিতর্কিত সিদ্ধান্তে তাকে মারতে গিয়ে টিভি পর্দায় আঘাত করে টিভি ভেঙেছে।

আর্জেন্টিনার পরাজয়ে দু'জন আত্দাহুতি দিয়েছে । এমন অনাকাঙ্ক্ষিত বহু ঘটনা এদেশে ঘটে গেছে । খেলা তো অবশ্যই দেখব, তাই বলে অন্য দেশের জন্য নিজেদের টেলিভিশন ভেঙে ফেলতে পারি না। আনন্দ উপভোগ করব, তাই বলে অনিয়ন্ত্রিত আবেগ দেখাতে পারি না। তবে ভিনদেশের আবেগ একেবারেই ভিন্ন রকম


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।