টুকিটাকি ভাবনাগুলো
শুক্রবার দিনটিতে বাংলাদেশে প্রচুর বিক্ষোভ হয় । কারন একটাই প্রচুর লোক হয় মসজিদে এবং তাদের মটিভেট করা যায় । পাড়ার বখে যাওয়া মুসলিম ছেলেটিকেও মসজিদে জুমার নামাজে পাওয়া যায় । এবং সব মিছিল বের হয় জুমার নামাজের পর ।
আমার মনে আছে কাটাবন মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছি তো শুনলাম যে জামাত এমপি দেলওয়ার হোসাইন সাইদিও আছেন সেখানে এবং ডেনমার্কে মহানবীর কার্টুন ছাপানোর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিবেন ।
তো খুতবা ও দুই রাকাত ওয়াজিবের পর ইমাম ঘোষনা দিলেন যে সবাই যেন ত ক্ষুনি মসজিদের বাইরে মিছিলে যোগ দেয় । আমরা সবাই বাকী নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম তো ইমাম সাহেব বললেন যে সুন্নত নামাজগুলো পরে বাড়ীতে পড়ে নিলেও চলবে । কারন এই মিছিল করাটা নাকি ফরজ । বুঝেছেনতো এইসব মিছিলগুলোতে হাজার হাজার লোক কিভাবে হয়?
এখন চলে আসি টাইটেল প্রসঙে । আমি আশা করেছিলাম যে আজকে অনেক বড় প্রটেস্ট হবে বাংলাদেশে ।
কিন্তু এখন পর্যন্ত [link|http://www.cbsnews.com/stories/2006/07/21/ap/world/mainD8J0CA000.shtml| Le
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।