আমাদের কথা খুঁজে নিন

   

কাজের মেয়ে



গ্রাম থেকে কাজের মেয়েদের এনে কাজ করানো হয় প্রচুর কিন্তু বেতন দেওয়া হয় খুব কম। শহরের গৃহিণীরা অন্যকে দিয়ে কাজ করাতে পছন্দ করেন, নিজে করতে চান না। এ কারণে কাজের মেয়েদের তাড়িয়ে বেড়ান গৃহিণীরা। ঘুরেফিরে গৃহিণীরা হুকুম করে এবং এক এক করে কাজের মেয়েটি কাজ করে যায়। তাদের দিয়ে কাজ করালেও উপযুক্ত বেতন তাদের দেওয়া হয় না।

অনেক পরিবারেই কাজের মেয়েকে করে রাখা হয় গৃহবন্দী। স্বামী-স্ত্রী চাকরিতে যাওয়ার সময় কাজের মেয়েকে ঘরে তালা দিয়ে রেখে যায়, যা অমানবিক। যে মেয়েটি পুরো পরিবারের কাজ করছে, তাকে ডাইনিং টেবিলে বসে খাওয়ার সুযোগ নাইবা দেওয়া হলো, তবে তাকে পরিবারের সবাই যা খাচ্ছে, তা অন্ত ত দেওয়া যেতে পারে। এসব ক্ষেত্রে অনেক পরিবারের চিত্র রয়েছে ভিন্ন, তারা কাজের মেয়ের জন্য ভিন্ন খাবারের ব্যবস্থা করে, যা সামাজিক আচরণের ক্ষেত্রে বেমানান। আমরা যা খাই, কাজের মেয়েকেও তা খেতে দিলে তার মনে কখনো হীনমান্যতা দেখা দেবে না বরং সে সম্মানিত বোধ করবে এবং কাজেও উৎসাহ পাবে।

কাজের মেয়েকে যেটুকু সম্মান আমাদের দেওয়া উচিত তাতো দেই-ই না বরং কেউ বাসায় এলে তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে গৃহিণীরা বলতে থাকে আমার কাজের মেয়েটি খুব ফাঁকিবাজ ও কোনো কাজ করতে চায় না। এ ধরনের আচরণ কাজের মেয়ের মন দুঃখ দেয় এবং কখনো হিংস্র করে তোলে। অন্যের সামনে কাজের মেয়েটিকে তাচ্ছিল্য না করে যদি পরিচয় করিয়ে দেওয়া হয় ও আমার পরিবারের একজন। ওর হাতে রয়েছে আমাদের পুরো সংসার। ওর কারণে আমরা দুজন চাকরি করতে পারছি, তা না হলে একজনকে চাকরি ছেড়ে দিতে হতো।

এভাবে যদি অন্যের কাছে কাজের মেয়েকে পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে সে সংসারের কাজের প্রতি বেশি আগ্রহী ও মনোযোগী হবে। কারণ কাজের মেয়েটি বুঝতে পারবে সে পরিবারের জন্য অনেক বড়ো ভূমিকা রাখছে। কাজের মেয়েরও চাওয়া-পাওয়া আছে। সে না চাইতেই আপনি তাকে একটি সুন্দর জামা কিনে দিলেন, মন তার আনন্দে ভরে যাবে এবং কাজে উৎসাহ পাবে। সপ্তাহে একদিন যদি কাজের মেয়েটিকে নিয়ে আপনারা কোথাও বেড়িয়ে আসেন, তাহলে সে আপনার সংসারের কাজের প্রতি আরো আগ্রহী হয়ে উঠবে।

প্রতিদিনের একঘেয়েমি কাজের মধ্যেও সে নতুনত্ব খুঁজে পাবে। আপনার পরিবারের কাজের মেয়ের কাজ করার পরিবেশ সৃষ্টি করতে হবে, তাহলে কাজের মেয়েরা তার কর্মক্ষেত্রকে আপন করে নিয়ে কাজ করতে আগ্রহী হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.