আমার ব্যক্তিগত ব্লগ
সৌদি আরবে আমি অনেক কালো চামঢ়ার মানুষ দেখেছি। আব্বা বলতেন ওদের চুল এতো কোকরানো যে মাথায় পানি দিয়ে 10 মিনিট বসে থাকে, তারপর ভিতরে পানি যায়...(এটা নির্দোষ ঠাট্টা, আর কিছু না)।
একদিন আম্মার সাথে গাড়িতে করে (আলকাসিমে ছিলাম তখন) মরুভুমির ভিতর এক গ্রামে গেলাম। জায়গাটা বেশ অদ্ভুত। মনে হয় সভ্যতা যেন একজায়গায় এসে থেমে গেছে, এরপর আর কোনো পরিবর্তন হয়নি, ঘর-বাড়ি রাস্তা ঘাট সব মাটির।
সব মানুষের গায়ের রং একদম কালো। ওরা তাদের ধবধবে সাদা দাঁত দিয়ে চমৎকার করে হাসছিল। আমাদের খুব আদর করে গ্রাম ঘুরিয়ে দেখালো।
পরে আম্মা বললেন, ওরা আগে দাস ছিলো। এখন সব কিছু স্বাভাবিক হলেও খানদানি সৌদিরা ওদের সাথে বিয়ে স্বাদি দেয় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।