আমাদের কথা খুঁজে নিন

   

আসবে কী সাগরে জোয়ার

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

অন্ধকারের স্তব্ধতা ছিঁড়ে ভাঙে ঘুম ক্ষুব্ধ হায়েনার দল ডাকে আঙিনায় খুবলে খাবে বুঝি চোখ, মেধা ও মগজ! আমারই রক্তের স্রোতে ভাসে কালসাপ হিস হিস জিহবার ছোবল দংশে সমস্ত শরীর। বিষে নীল সিক্ত আমি জেগে থাকি প্রতিরাত পোড়ো জীবনের চৌকাঠে দাঁড়ায় না সেবিকা শুশ্রুষায় ভ'রে দেবে কী সে রুগ্ন দেহখানি। ক্রোধান্ধ রিপুরইতো তাড়িয়েছে তাকে মান করে চলে গেছে দূর বহুদূর- করিনি তবুও খোঁজ টেকনাফ, কক্স'স বাজারে। হারিয়েছে অজানায়- সঘোষে বঙ্গোপসাগারের জল ডেকেছিলো তাকে। সে এখন দূর সাগরের নীল নীল ঢেউ জলপরীদের সাথে নৃত্যে সে করে কী জলকেলি দিশেহারা নাবিক তবুও দেইনি সমুদ্রে ঝাঁপ। আজও সে ডাকে আদিগন্ত নীলিমায় বিদগ্ধ বালুকাবেলায় সাজাই ঘরবাড়ি আশাতে বানাই সপ্তডিঙা সমস্ত বছর অকূলে ভাসাবো তরী ভরা পূর্ণিমায় আসবে কী সমুদ্রে জোয়ার আবার! 13.07.2006

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।