আমাদের কথা খুঁজে নিন

   

বাবা ঘুষ দেবে না



আমার বাবা -মা তারা দুজনেই প্রাইমারি স্কুল টিচার । আমার বাবার চাকুরী থেকে অবসর নিয়েছেন প্রায় এক বছর ছয় মাস । ওনার অবসর ভাতা নিয়ে পরেছি খুব চিন্তায় । অনেক দিন হয়ে গেল ওনার অবসর ভাতার কোন নাম নেই, অথচ ওনার সাথে যারা অবসর নিয়েছেন তারা অলরেডী টাকা পেয়ে গেছেন । বেপারটা বুজলামনা , বাবা এ বেপারে আমাদের কিছু বলেনা ।

পড়ে আম্মার থেকে শুনতে পারলাম যে , বাবার অবসর ভাতা পেতে হলে 1500 হাজার টাকা ঘোষ দিতে হবে । এজন্য অবসর ভাতা পাইতেছেনা । বাবা ঘুষ দিতে রাজি হচ্ছে না । এমতা অবস্থায় ঘুষ না দিলে টাকাও সহজে মনে হয় পেতে আরো অনেক সময় লেগে যাবে । আমি বাবাকে বললাম বাবা তুমি কি আর করবা ঘেুষ না দিলে তো টাকা পেতে অনেক দেড়ি হয়ে যাবে ।

বাবা বলে সারা জীবন চাকুরী করেছি , অনেক ছেলেকে মানুষ করেছি,চুরি করি নাই এ গুলো আমাদের হালাল পয়সা । তাহলে ঘুষ দেবো কেন । হক টাকা ঘুষ দিয়ে উঠাব কেন । এখন কি যে করব বুঝে পাইতেছিনা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.