শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে চরম এক বিপর্যয়কর পরিস্থিতি। শিক্ষকরা ধর্মঘটে। এর বিরূপ প্রভাব পড়েছে শিক্ষা ক্ষেত্রে। শিক্ষকদের দাবি-দাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত হলেও এ নিয়ে কোনো সরকারেরই শিরঃপীড়া পরিলক্ষিত হয়নি। সবই দেখা হয়েছে বা হচ্ছে রাজনৈতিক দৃষদ্বিভঙ্গি নিয়ে।
শিক্ষার মতো অতি জরুরি একটি বিষয় নিয়ে এই যে তামাশা চলছে এর চূড়ান্ত পরিণতি কী হতে পারে তা কি সরকার বুঝতে অক্ষম? শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন বা অগ্রগতি আশা করা যায় না। সরকার দাবি করছে শিক্ষা খাতে উত্তরোত্তর বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তাহলে সেই বরাদ্দ যাচ্ছে কোথায়?
শিক্ষকদের নিয়ে কোনোরকম রাজনীতি না করে তাদের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা প্রয়োজন। শিক্ষকরা যে দেশ-জাতির সবচেয়ে জরুরি কাজটাই করছেন এ বোধটুকুও যেন লুপ্ত হয়ে না যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।