সযতনে খেয়ালী!
সাইটের ভালো একটা দিক, অনেকের ই দাবী ছিল মন্তব্যকারীর নাম লিংক হিসেবে দেখানোর। আপনারা অবশেষে সেই দাবী পূরণ করলেন।
ভালো লাগলো, কিন্ত কিছু সমস্যা হয়তো এরই মধ্যে আপনাদের চোখে পড়ে থাকবে।
ধরুণ কিছু কিছু পোস্টে মন্তব্যের সংখ্যা দেখায় 19 কিন্ত নিচে মন্তব্য দেখা যায় 1টি, 2টি, কয়েকটি, কিংবা কখনো একটাও না।
এটা হতে পারে, লগ অন ছাড়া মন্তব্য গুলো না দেখতে পারার কারণ। কিন্ত সেই সাথে বেশ কিছু লগড অন অবস্থায় করা মন্তব্যের কপালেও এই একই অবস্থা হয়েছে।
একটু দেখবেন কি দয়া করে?
দ্্বিতীয় যে জিনিষটা চোখে পড়লো, তা হলো মন্তব্য মুছতে না পারা। আমি আমার নিজের ই একটা মন্তব্য মুছতে পারছি না। এটা কেমন কথা হলো বলেন দেখি?
একটা সুন্দর মন্তব্য উপস্থাপন করে আগের বস্তা পঁচা মন্তব্যের বারটা বাজাবো, এমনটা উদ্দেশ্য ছিল, কিন্ত এখন কেমন বেখাপ্পা লাগছে একই রকম দুইটা মন্তব্যের পাশাপাশি সহাবস্থানে।
দেখুন না যদি কিছু করা যায় ইমিডিয়েট!
ধন্যবাদান্তে,
আরজগুজার : ধুসর গোধূলি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।