কথা ছিল, রস+আলোর এ সংখ্যায়ও টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে রসকীয় লেখা হবে। কিন্তু বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কেবল আমাদেরই নয়, গোটা দেশবাসীরই একই অবস্থা। বিশেষ করে মাঠে ব্যাটসম্যানদের অধৈর্যের নমুনা দেখেই আমাদের ধৈর্যের বাঁধে এমন ফাটল ধরেছে। আমরা আর ধৈর্য ধরে রাখতে পারছি না! অন্য দিকে ক্রিকেটাররা পারছেন না ক্যাচ ধরে রাখতে। ফলে আমরা সবাই যেন ড্রেসিং রুমে যেতে পারলেই বাঁচি!
কিন্তু এভাবে তো চলতে পারে না! ক্রিকেটারদের ধৈর্যের বাঁধ তো অনেক আগেই ভেঙেছে। এখন যদি আমাদেরও পুরোপুরি ভাঙে তাহলে কী ভয়াবহ অবস্থা হবে, ভেবে দেখুন! নদীর বাঁধ ভেঙে গেলে যেমন সমতল ভূমি প্লাবিত হয় পানিতে, তেমনি ধৈর্যের বাঁধ ভেঙে গেলে দেশ প্লাবিত হবে অধৈর্যে! এত অধৈর্য পরে আমরা কোথায় ধারণ করব! এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা ছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।