দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
যে ছেলে কখনো কবিতা পড়েনা, তাকে নিয়েই আমি
প্রতি দিন কবিতা লিখি।
যে ছেলে কবিতা বোঝেনা, তাকে আমি মেঘের কবিতা
বুনো পাখির কবিতা পড়ে শোনাই।
যে ছেলে কোন দিন আমার কবিতা ছুঁয়ে দেখেনি
সে মনে প্রানে কি'না আমাকে ছুঁয়ে ঘুমাতে চায়।
পৃথিবীর সব জলছবি আমার চোখে বিমূর্ত রূপ নেয়।
তবে বুঝি সে ই আমার অনুপ্রেরণার মানুষ;
অন্ধকারে মোমের আলোয় পথ দেখায়
সেই আমাকে শিখিয়েছে কবিতা না পড়েও
কবিতা লেখার উপকরন হওয়া যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।