আমাদের কথা খুঁজে নিন

   

কর্সিকা ভ্রমণ (1): দিগ্বিজয়ী নেপোলিয়ানের জন্মস্থান আয়াজো

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

একজন প্রতিষ্ঠিত উকিল হিসেবে স্বাধীনতাকামী কর্সিকার শাসনতন্ত্র তৈরীতে হাত ছিল নেপোলিয়ান বোনাপার্টের বাবা কালের্া বোনাপার্টের। কিন্তু তারপরেও 1759 সালে শক্তিশালী ফ্রান্সের কাছে পরাভুত হয়ে সে স্বাধীনতার সপ্নকে বিসর্জন দিকে হয়। কর্সিকার একজন ছোটাখাট জমিদার ছিলেন কার্লো বোনাপার্ট। ফ্রান্সের বিরুদ্ধে মুক্তি সংগ্রামে অগ্রনী ভূমিকা ছিল তার। এমনি এক বাবার তেরোজন সন্তানের একজন নেপোলিয়ান বোনাপার্ট একসময় ফ্রান্সেরই সম্রাট হয়ে সারা বিশ্বকে জয় করবেন, কেউ ভেবেছিল তখন ? কেউই ভাবতে পারেনি।

গরীব জমিদার সন্তানদের পড়াশোনার জন্যে ফ্রান্সের তখনকার রাজা মুল ভুখন্ডে বৃত্তির ব্যাবস্থা করেন। সেই সুবাদেই 1779 সালে আওটুনে সে সুযোগ পান দশ বছর বয়েসী নোপোলিয়ান ও তার ভাই জোসেফ। ফরাসী ভাষা শেখা তার তখন থেকেই শুরু হয়। প্রাথমিক স্কুল শেষ করে একমাত্র কর্সিকান হিসেবে ক্যাডেট স্কুলে যোগ দেন তিনি। প্রায় প্রতিটি বিষয়েই তার মেধার কারনে তখনই তিনি বিখ্যাত হতে শুরু করেন।

তার নিজস্ব যোগ্যতার গুনেই 1785 সালে তার বাবার মৃত্যুর পর নেপোলিয়ান পরিবারের দ্বায়িত্ব তারই হাতে বর্তায়, যদিও তার বড়ভাই জোসেফেরই তা পাওয়ার কথা। মেধাগুনে নির্ধারিত সময়ের এক বছর আগেই অফিসার হিসেবে পড়াশোনা শেষ করেন তিনি। তরুন নেপোলিয়ানের বয়েস তখন মাত্র 16 বছর। 1786 সলে সেনাবাগিনীতে যোগ দিয়ে মা কে সংসারের ভারমুক্ত করার উদ্দেশ্যে এগারো বছর বয়েসী ছোটভাইকে নিজের কাছে এনে তার পড়াশোনার দ্বায়িত্ব নেন। 1789 সালে ফরাসী বিপ্লবের সময় অন্যান্য অফিনাররা সেনাবাহিনী ছেড়ে পালিয়ে গেলেও নেপোলিয়ান তা করেন নি।

সেনাজীবনের নানা চড়াই উৎরাই পেরুতে হয় তাকে। ব্যটেলিয়ন প্রধান হিসেবে ব্যর্থ কর্সিকা থেকে সার্দিনিয়া আক্রমণের দ্বায়িত্বভারও তার হাতে বর্তায়। তার ভাই জোসেফ কর্সিকার স্বাধীনতা বিরোধীদের সাথে সহযোগীতা করায় পুরো নেপোলিয়ান পবিবারকেই কর্সিকা ছেড়ে নিতান্ত দরিদ্র অবস্থায় ফ্রান্সে পালিয়ে আসতে বাধ্য হয়। নেপোলিয়ান ফরাসী বিপ্লবীদের পক্ষে থেকে নানা যুদ্ধে সাফল্য অর্জন করে সেনাবাহিনীতে দ্রুত পদোন্নতি লাভ করতে থাকেন। 1799 সালে আবার শক্তিশালী হয়ে ওঠা রাজতস্ত্রদের পরাভূত কবে প্যাবিস দখল করেন তিনি।

তার এই সাফল্যের কারনে 1799 থেকে 1804 অবধি প্রথম ফরাসী কনসাল জেনারেল হিসেবে দ্বায়িত্ব পান। 2রা ডিসেম্বর 1804 সালে গনভোটে নেপোলিয়ানকে সম্রাট ঘোষনা করা হয়। 1815 সলের 22 শে জুন মৃত্যু হয় তার। কর্সিকার আয়াজো শহরে নোপোলিয়ানের সেই বাড়িটি দেখতে গিয়েছিলাম, সেখানে তার জন্ম হয়েছিল। এটা কোন প্রাসাদ নয়, শহরের সাধারণ একটি দালানের কয়েকটি তলা মিলিয়ে একটা বাড়ী।

ছোট একটি গলির সামনে। মিউজিয়াম হিসেবে সাজানো রয়েছে। সেখানে রয়েছে পুরোনে পারিবারিক আসবাবপত্র, বোনাপার্টের বিছানা, তার দ্বিতীয় স্ত্রী জোসেফিনের (ফ্রান্সের সম্রাজ্ঞী) পোষাক ও গহনা। এই লেখাটি ও নেপোলিয়নদের বাড়ীর কয়েকটি ছবি দিয়ে সুচনা করলাম আমার কর্সিকা ভ্রমণ কাহিনীর ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।