বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
বাংলাদেশে মৌলবাদের উত্থান নিয়ে সেইজ পাবলিকেশনের নতুন গবেষণামূলক বই "বাংলাদেশ: দ্য নেক্সট আফগানিস্তান" এ বছরের জানুয়ারী মাসে প্রকাশিত হয়েছে। মৌলবাদের উত্থান ও বিষাক্ত বিস্তৃতি ইতোমধ্যে রক্তাত্ব করেছে বাংলাদেশকে। এই পটভূমিতে হীরন্ময় কারলেকারের প্রায় তিনশত পাতার এই গবেষণামূলক বইটি অত্যন্ত সময়োপযোগী। বইটি বাংলাদেশের 35 বছরের ইতিহাসে রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মৌলবাদের উত্থান ও বিস্তৃতি সম্পর্কে প্রামাণ্য তথ্য তুলে ধরেছে।
জুন মাসের 24 তারিখে বইটির উপর একটি পর্যালোচনা প্রকাশ পায় এশিয়া টাইমসে।
বাংলাদেশে মৌলবাদী রাজনীতির বিস্তৃতিতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সূএপাত ঘটে জেনারেল জিয়ার সামরিক সরকারের মাধ্যমে। পরবতর্ীতে সামারিক নেতা এরশাদ মৌলবাদীদের শেকড় বিস্তারে আরও সাহায্য ও পৃষ্ঠপোষকতা প্রদর্শন করেন। বইটি ঢাকায় প্রকাশিত সামপ্রতিক এক জরীপের সূএ ধরে বলে যে, মৌলবাদী ইসলামী দলগুলোর নিজস্ব বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকৃত মুনাফা দাঁড়িয়েছে প্রায় প্রায় 12 শত কোটি টাকায়। বইটি জামাতের শান্তিপূর্ণ রাজনৈতিক মতাদর্শের বিপরীতে সন্ত্রাসী কার্যক্রমের নীল নকশার কিছু প্রামান্য তথ্যও তুলে ধরে। বইটি সামপ্রতিক এক প্রতিবেদনের উল্ল্লেখ করে বলে, "...Jamaat states that if it cannot come to power through "normal means" it will do so through armed struggle".
বাংলাদেশের প্রশাসনিক দূর্বলতা, ব্যর্থ পুলিশ বাহিনী ও ভূরাজনৈতিক অবস্থান দেশটিকে মৌলবাদী সন্ত্রাসীদের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ সৃস্টি করে।
বইটি জামাতের আদর্শের সাথে জেএমবির রাজনৈতিক আদর্শের একটি তুলনামূলক বিশ্ল্লেষণ করে মৌলবাদের বিস্তৃতির আশংকামূলক চিএ তুলে ধরে। যারা জামাত-শিবিরকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসেবে তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায় তারা এই বইটি পড়ে দেখতে পারেন। যারা বইটি সংগ্রহ করতে আগ্রহী: http://tinyurl.com/gpvre
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।