আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর দেহাবশেষ স্বদেশে প্রত্যাবর্তন

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

দীর্ঘ 35 বছর এর প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল শনিবার পাকিস্থান থেকে মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ রোববার স্বাধীন বাংলাদেশের মাটিতে সমাহিত করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে। গতকাল শনিবার রাত 10টা 15 মিনিটে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এই বীর শহীদের দেহাবশেষ বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-024 বিমানটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনটি বহন করেন। শোকার্ত পরিবেশে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দেশবাসীর পক্ষে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার দেহাবশেষের কফিনটি গ্রহণ করেন। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে এবং জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সরকারের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানটি সরাসরি বিটিভিতে প্রচার করা হয়। জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে দেশে ফিরিয়ে আনায় বিউগলের করুণ সুরে সাথে আমার আত্মা বার বার কৃতজ্ঞতা জানাতে থাকে রাজাকার পরিবেষ্টিত বর্তমান সরকারকে। Salute to Bir Shrestra Matiur Rahman

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.