সযতনে খেয়ালী!
সুমন চৌধূরী - এই ব্লগের অন্যতম প্রাণ পুরুষদের একজন।
চোখের একটা সমস্যা গত বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছিলো। এর মাঝে ডান চোখের অবস্থার খানিক অবনতি হলে যেতে হয় হাসপাতালে।
চোখের ব্যামো নিয়ে ব্লগিং করেছে তাতে অসুবিধা নেই। কিন্ত সব ব্লগারকে এক করার যে স্বপ্ন দেখলো তাতেই বাঁধলো বিপত্তি।
কি দেখতে কি সব দেখলো, চোখ উঠলো শিকেয়।
আজকে সকালে কাক ডাকা ভোরে হঠাৎ বদ্দার ফোন, "অই মিয়া, আমি হাসপাতালে"। আরো খানিক কথা হলো তখন।
এই মাত্র আবার কথা হলো। জার্মানীর খেলার আধা অংশ দেখেছে।
কথা বলার মাঝেই এক সুন্দরী নার্স এসে চোখে ড্রপ দিয়ে গেলো।
গেলো বৃহ:ষ্পতিবার সকাল থেকে হাসপাতালে। সোমবার পর্যন্ত থাকতে হবে।
কাহিনী কি : চোখের মনির ওপর একটা পর্দা মতন পড়েছে। কিন্ত কারণ টা এখনো ধরা যাচ্ছে না।
ডায়াগনোসিস চলছে। আপনারা যা ভাবছেন তা নয়, কারণ বদ্দার বয়স এখনো চল্লিশে ঠেকেনি।
সবাই প্রার্থণা করুন যেনো সুমন দা খুব শীঘ্রই আবার তার "কঠিন কঠিন" সব কথা মালার ঝুড়ি নিয়ে আমাদের মাঝে হাজির হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।