বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
ব্রাজিল খেলেছে , কিন্তু সামর্থ অনুযায়ী নয় । যাই হোক, অনেকেই নিজের বুদ্ধি থেকে ধারাভাষ্যকার এর কথা বেশী মাথায় ঢুকাচ্ছে ।
যাই হোক, ক্রোশিয়া মাঝে মাঝে ভাল এ্যাটাকে গিয়েছিল । কিন্তু তাতে সুযোগ বুঝে গোল হতে পারত । কিন্তু সত্যিকার ভাল খেলে গোল পাওয়া যেত না ।
ক্রোশিয়া ভাল ডিফেন্ড করেছে ।
আমার তো ধারণা ছিল, ক্রোশিয়াকে ব্রাজিল মাছি মারার মত উড়িয়ে দিবে !!! কিন্তু কামনা করছিলাম ক্রোশিয়া জিতে । কিন্তু হইল কি ?
ফেভারিট থাইকা উলটা পালটা স্টাইলে খেলে ।
আর্জেন্টিনার কথা আলাদা কারণ তারা পূর্ণ শক্তি তে নামে নাই, মানে মেসি কে নামানো হয় নাই । আর খেলার মধ্যে ভারসাম্য হাড়ায়াইয়া ফালাইছিল ।
বা্রজিল এর সামনে খেলায় তার প্রমাণ পাওয়া যাবে । আর্জেন্টিনারও প্রমাণ পাওয়া যাবে সামনের খেলায় ।
বা্রজিল সহজ গ্রুপে থেকেই এমন অবস্থা , আর্জেন্টিনার গ্রুপে থাকলে কি যেন হইত, হয়ত ড্রগবার আক্রমণে পুরা ছিন্নভিন্ন হইয়া যাইত ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।