লুইচ্চা, লাফাঙ্গা ল্যাবরেটরিয়ান................................
একঘেয়ে হয়ে যাওয়া জীবনটা কবে যে আবার সুন্দর হবে.......
একটা রঙিন প্রজাপতি উড়ে এসে
বসলো শেষে
শিশির ভেজা ঘাসের ডগায়,
রুপার শিশির কাঁপতে থাকে
গড়িয়ে পড়ে ঝরা পাতায়
গন্ধ ওঠে মাটি থেকে হঠাৎ কী এক
সি্নগ্ধ হাওয়ায়-
ভোরের শেষে।
তখন ভোরের স্বপ্ন বলে
কী আর হবে পথটা চলে
একলা একা বনের মাঝে
সকাল দুপুর কিংবা সাঁঝে-
ঘড়ির কাঁটা ঘুরেই চলে
সমকালীন দেবীর কোলে
মৃতু্য যখন বইটা খুলে
বসলো এসে ঘরের কোণে-
আমি বললাম সোজাসাপ্টা
তোমার সাথে আর যাবো না।
বিঃদ্রঃ শেষ দু'লাইন আমার মনে ধরছে না....... সাহায্য করবেন কী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।