আমাদের কথা খুঁজে নিন

   

আমি বলছি না আমার সাথে গোসল করতেই হবে

.............................. আমি বলছি না আমার সাথে গোসল করতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য লুঙ্গী, গামছা নিয়ে অপেক্ষা করুক, শুধু আলনা থেকে লুঙ্গী,গামছা খুজে দেবার জন্য । একা একা লুঙ্গী,গামছা খুজতে খুজতে আমি এখন ক্লান্ত । আমি বলছি না আমার সাথে গোসল করতেই হবে, আমি চাই কেউ আমার গোসলের পানি গরম করে দিক । আমি কষ্ট করে, কাউকে টিউবওয়েল চেপে পানি ভড়তে বলছি না, আমি জানি, এই বাথটাব শাওয়ারের যুগ নারীকে মুক্তি দিয়েছে টিউবয়েল চাপার দ্বায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক : আমার সাবান লাগবে কি না, শ্যাম্পু লাগবে কি না, পিঠটা ডলে দিতে হবে নাকি।

নিজের লুঙ্গী,গামছা আমি নিজেই ধুতে পারি । আমি বলছি না আমার সাথে গোসল করতেই হবে, আমি চাই কেউ একজন আমার গোসলের পানি গরম করে দিক। কেউ আমাকে তারাতারি গোসল করতে বলুক। গোসলের সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক : ''তুমি এত গোসল কর কেন ?'' মূল কবিতাঃ তোমার চোখ এতো লাল কেন নির্মলেন্দু গুণ আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য । বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে, কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না, আমি জানি, এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে । আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক : আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না, পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না । এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি । আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা খুলে দিক ।

কেউ আমাকে কিছু খেতে বলুক । কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক : ''তোমার চোখ এতো লাল কেন ?'' উৎসর্গঃ আমার বেশি গোসল করা নিয়ে যারা যারা চিন্তা-ভাবনা করে মূল্যবান সময় নষ্ট করেন সেই সকল ব্লগার ভাইদের।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.